শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাপ প্রোটিয়াদের, ওদের বাঁচা-মরার ম্যাচ: সাকিব

news-image

ক্রীড়া প্রতিবেদক : জয় ধরে মাঠে নামা জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে পয়েন্ট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপে আছে ভারত-পাকিস্তানের মতো শক্তিশালী দল। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে জিততে হবে প্রোটিয়াদের।

অন্যদিকে নেদারল্যান্ডসকে হারিয়ে মূল পর্ব শুরু করেছে টাইগাররা। সাকিবের দলের চ্যালেঞ্জ এখন সাফল্য বিচারে অন্য আসরকে ছাড়িয়ে যাওয়া। ওই লক্ষ্যে প্রোটিয়াদের বিপক্ষে জয়ের সর্বোচ্চ চেষ্টার বাজনা বাজিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচ তবে দক্ষিণ আফ্রিকার জন্য বেশি। এটা ওদের জন্য বাঁচা-মরার লড়াই। ওরা কিছুটা চাপে থাকবে। আমরা একটা জয় পেয়েছি। সিডনির মাঠে কিছুটা স্পিন ধরে। জয়ের জন্য সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্প্রতি সাফল্য পেয়েছে বাংলাদেশ। যদিও তা ওয়ানডে ফরম্যাটে। ২০১৯ বিশ্বকাপে জয়ের পর প্রোটিয়াদের ঘরে ওয়ানডে জিতেছে টাইগাররা। ওই সাফল্য প্রেরণা দেবে। সঙ্গে প্রবাসীতে ভরা সিডনি ঘরের মাঠে খেলার মতো উৎসাহ দেবে বলে মনে করেন সাকিব।

ডাচদের বিপক্ষে ওপেনিং জুটিতে আশা দিয়েছিলেন শান্ত-সৌম্য। প্রোটিয়াদের বিপক্ষেও একই চাওয়া সাকিবের। তিনি চান ওপেনাররা আরও স্বাধীনতা নিয়ে খেলুক। আবার দলের প্রয়োজনে, উইকেট-কন্ডিশন বুঝে একাদশ বা ওপেনিং জুটিতে পরিবর্তন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সাকিব বলেন, ‘প্রতিপক্ষ সহজে বুঝে ফেলে আমরা এমন দলে পরিণত হতে চাই না। প্রতিপক্ষ, কন্ডিশন বিবেচনা করেই আমরা প্রস্তুতি নিয়েছি। কারণ এখানে প্রতিটি মাঠ ভিন্ন, প্রতি মাঠের আয়তন ভিন্ন, আবহাওয়া-বাতাস একেক জায়গায় একেক রকম। সেভাবেই আমরা প্রস্তুতি নেব, সেভাবেই ওপেনিং জুটি গড়বো।’