বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

news-image

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী বৈশালী ঠক্করের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে অভিনেত্রীকে। সঙ্গে পাওয়া গেছে একটি সুইসাইড নোটও। তবে সুইসাইড নোটে কী লেখা আছে, সেটা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে মধ্য প্রদেশের ইন্দোরের তেজাজিনগর থানার পুলিশ।

এক বছরের বেশি সময় ধরে তেজাজিনগর থানা এলাকার সাইবাগ কলোনিতে থাকতেন বৈশালী। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বৈশালী বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি সুশান্তের মৃত্যুতে কেঁদেছিলেন দুই থেকে তিনদিন। ‘যখন সুশান্তের মৃত্যুর পর লোকজন বলছিল যে তাকে হত্যা করা হয়েছে, তখন আমি খুব ভালোভাবে ছবিগুলো দেখেছিলাম। তখন আমিও তেমনই রহস্য দেখতে পেয়েছি। এসবের পেছনে মুভি মাফিয়ারা অভিযুক্ত। কিন্তু পরে তো রিয়ার সত্যতা বেরিয়ে এলো। ’

বৈশালী আরও বলেন, ‘যখন রিয়া সুশান্তের মৃত্যুর জন্য অভিযুক্ত হয়, তখনই আমার মনে হয়েছে এটা একজনের কাজ নয়। সুশান্তের মৃত্যুর পেছনে একাধিক ব্যক্তি জড়িত। আমি নিশ্চিত আসল খুনি রিয়ার নেপথ্যে রয়েছে। রিয়া অবশ্যই সুশান্তকে মৃত্যুর পথে নিয়ে যাওয়ার জন্য দায়ী, যার ফলে সহজেই মানুষ বিশ্বাস করছে এটি আত্মহত্যা।’

২০১৫ সালে স্টার প্লাসের সিরিয়াল ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ দিয়ে শুরু হয়েছিল বৈশালীর ক্যারিয়ার। সেখানে তাঁর চরিত্রের নাম ছিল ‘সঞ্জনা’। এরপর ‘ইয়ে বাদা রাহা’, ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘শ্বশুরাল সিমর কা’, ‘সুপার সিস্টার’, ‘লাল ইশক’ এবং ‘বিষ ও অমৃত’র মতো শো-তে কাজ করেছেন।

১৯৯২ সালের ১৫ জুলাই জন্ম হয় বৈশালীর। তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। গত বছরের এপ্রিলেই বাগদানের খবর দিয়েছিলেন অভিনেত্রী। হবু বর ডা. অভিনন্দন সিং কেনিয়ায় দাঁতের ডাক্তার। যদিও এর মাত্র এক মাস পরেই বৈশালী জানিয়ে দিয়েছিলেন তিনি আর অভিনন্দনকে বিয়ে করতে চান না। বিয়ে ভেঙে দেন তারা, যা এই বছরের জুন মাসে হওয়ার কথা ছিল।

 

এ জাতীয় আরও খবর

পশ্চিমারা অবাধ নির্বাচনের পক্ষেই আছে : মির্জা ফখরুল

অন্তঃসত্ত্বা অবস্থায় কান উৎসবে ভাবনার সঙ্গে প্রিয়তি

ক্ষুব্ধ ফারিয়া বললেন, ‘ডাইনিগুলা তোরা জাহান্নামে যা’

দুর্নীতির মামলায় জামিন পেলেন ইমরান খান

আস্থার সংকট : কমছে আমানত, বেড়েছে ঋণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু, শনাক্ত ২১

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি

কুড়িল বিশ্বরোডে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট

এ মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড

বিশ্বকাপের ফটোসেশন সারল শান্ত-সাকিবরা

ঈদুল আজহার আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত