শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাস নেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে, ভোগান্তি চরমে

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে আজ সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে অফিসগামী ও শ্রমজীবী মানুষকে। চালক, পরিবহন শ্রমিক ও যাত্রীরা জানান, গতকাল শুক্রবার রাত থেকেই মহাসড়কে বাস চলাচল কমতে থাকে, যা আজ সকালে একেবারেই বন্ধ হয়ে যায়। এতে বিকল্প গাড়িতে বেশি ভাড়ায় যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে।

আজ দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে দেখা যায়, চলছে কেবল পণ্যবাহী ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, মাইক্রোবাস, অটোরিকশা ও সিএনজি। এ ছাড়া গাজীপুর-মাওনা সড়কের তাকওয়া এবং ঢাকা- শ্রীপুর সড়কের বনশ্রী পরিবহনের কিছু যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা গেছে।

বাস না থাকায় ফাঁকা সড়কে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি। এসব গাড়িতে অতিরিক্ত ভাড়া গুণে মহাসড়কে চলাচল করছে যাত্রীরা। ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে প্রায় ১৪টি আঞ্চলিক রোডের বাস চলাচল বন্ধ রয়েছে।

প্রভাতী বনশ্রী পরিবহনের চালক মো. দুলাল বলেন, ‘মহাসড়কে দূরপাল্লার যানবাহন হিসেবে একমাত্র প্রভাতী-বনশ্রী পরিবহন চালু আছে। বাকি সব পরিবহন বন্ধ রয়েছে। ময়মনসিংহে বিএনপি’র সমাবেশ ঘিরেই মূলত এ সংকট তৈরি হয়েছে।’

দুপুর সাড়ে ১২টার দিকে কথা হয় ময়মনসিংহের বাসিন্দা কবির হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘স্বপরিবারে মাওনা থেকে ময়মনসিংহে যাওয়ার জন্য প্রায় ৪ ঘণ্টা মাওনা উড়াল সেতুর পাশে দাঁড়িয়ে আছি। কোনো বাসের দেখা পাইনি।’

পোশাক শ্রমিক শিরিনা আক্তার বলেন, ‘অসুস্থ মাকে দেখতে হালুয়া ঘাট যেতে চেয়েছিলাম। মাওনা চৌরাস্তায় প্রায় ৩ ঘণ্টা অপেক্ষা করেও বাস পাইনি।’

স্থানীয়রা জানান, আজ সকাল থেকে মহাসড়কের রাজেন্দ্রপুর, ভবানীপুর, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, হোতাপাড়া, মাওনা চৌরাস্তা, জৈনা বাজার, নয়নপুর, এমসি বাজারসহ বিভিন্ন স্থানে তীব্র রোদ উপেক্ষা করে বাসের অপেক্ষায় ছিলেন যাত্রীরা। কিন্তু বাস না পেয়ে ঘরে ফিরে যেতে হয়েছে তাদের অনেককে।

মাওনা চৌরাস্তার অটোচালক মো. কায়সার বলেন, ‘অন্য দিনের চেয়ে আজ মহাসড়কে যাত্রী বেশি। আমি ভবানীপুর থেকে মাওনা পর্যন্ত চলাচল করি। সড়কের বেশিরভাগ যাত্রীই ময়মনসিংহের বিভিন্ন স্থানে যাবার কথা বলছেন।’

মাওনা হাইওয়ে থানার পরিদর্শক কংকন কুমার বিশ্বাস বলেন, ‘বাস বন্ধ থাকার বিষয়টি ময়মনসিংহের। সব বাস বন্ধ নয়। কিছু বাস চলছে। ময়মনসিংহে বিএনপির সমাবেশের কারণে এমনটি হতে পারে।’

 

এ জাতীয় আরও খবর

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩

ষড়যন্ত্র নয়, সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে : মঈন

দেড় বছর পর শনিবার বিদ্যালয়ে ক্লাস, মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের

পুলিশের মধ্যস্থতায় বনানীর সড়ক ছাড়লেন শ্রমিকরা

২৪ ঘণ্টাতেও উদ্ধার হয়নি দুর্ঘটনাকবলিত দুই ট্রেন

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত

আরও ২ দিন গরম থাকতে পারে

পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার