বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য বাংলাদেশ

news-image

অনলাইন ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য হলো বাংলাদেশ। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বোচ্চ ১৬০ ভোট পেয়ে ২০২৩-২৫ মেয়াদে মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার (১১ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ভোটে সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। ২০২৩-২৫ মেয়াদের এই নির্বাচনে দক্ষিণ কোরিয়া, মালদ্বীপ, ভিয়েতনাম, আফগানিস্তান, কিরগিজস্তান ও বাহরাইনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশ।

প্রসঙ্গত, ৪৭ সদস্য বিশিষ্ট মানবাধিকার পরিষদে এর আগে বাংলাদেশ দুই মেয়াদে ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত পরিষদের সদস্য ছিল।

হিউম্যান রাইটস কাউন্সিল হলো জাতিসংঘের একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা যা বিশ্বব্যাপী মানবাধিকারের প্রচার ও সুরক্ষা জোরদার করার জন্য এবং মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি মোকাবিলা এবং এ বিষয়ে সুপারিশ করে থাকে। বিষয়ভিত্তিক মানবাধিকার বিষয় এবং পরিস্থিতি নিয়ে আলোচনা করার ক্ষমতা এ সংস্থার রয়েছে। এটি জেনেভায় জাতিসংঘ কার্যালয় থেকে কাজ করে থাকে।

 

এ জাতীয় আরও খবর