রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তারিণী বামা স্কুল মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: মোহা. নূর আলী

news-image

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : চুড়াইন তারিণী বামা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক, ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলী। ছবি: আমাদের সময়

মুক্তিযুদ্ধে ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ চুড়াইন তারিণী বামা উচ্চ বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে জানিয়েছেন এ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক, ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলী। আজ শনিবার দুপুরে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিদ্যালয়টির কৃতী ছাত্র বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলী বলেন, ‘শিক্ষা সাফল্য ও ঐতিহ্য নিয়ে ১০০ বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ চুড়াইন তারিণী বামা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে হাজার হাজার শিক্ষার্থী পাস করে সমাজ উন্নয়নসহ দেশ বিদেশের বিভিন্ন স্থানে নেতৃত দিচ্ছে। এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের ২০২৩ সালে ১০০ বছর পূর্ণ হতে চলছে। ইতোমধ্যে আমরা যে সব আয়োজন হাতে নিয়েছি, চুড়াইন তারিণী বামার এ আয়োজন আগামী শতবর্ষ পর্যন্ত মনে থাকবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে মো. নূর আলী বলেন, ‘তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না- তারিণী বামা স্কুল মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বিদ্যালয় মুক্তিযুদ্ধের স্বাক্ষী।’

তিনি বলেন, ‘আমি যখন ছাত্রলীগের সভাপতি হই, তখন আমি এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম। এই স্কুলের ঘণ্টিা বাজিয়ে সব শিক্ষার্থীদের নিয়ে আমি মুক্তিযুদ্ধের আন্দোলনে অংশ নিয়েছি। পর্যায়ক্রমে বর্তমান সরকারি নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ঘণ্টা বাজিয়েও আমি বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন করেছি।’

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে দেশবরেণ্য এ শিল্পপতি বলেন, ‘তুমি কি হতে চাও এখনই লক্ষ্য ঠিক করতে হবে। আমার বয়স ৬৮ চলছে, কিন্তু এখনও আমি ১৮ ঘণ্টা পরিশ্রম করি। পরিশ্রম না করলে জীবনে কখনোই উন্নতি করা যাবে না। মনে রাখবা অলস মানুষরা মৃত্যুর আগেই মরে যায়।’

তিনি বলেন, ‘তোমরা এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা এখানে উপস্থিত রয়েছ। আমি তোমাদের উদ্দেশে বলতে চাই- নিজেদের মধ্যে সর্বপ্রথম লিডারশিপ তৈরি করতে হবে। জীবনকে সুন্দর ও সফল করতে লিডারশিপের অনেক গুরুত্ব রয়েছে।’

তারিণী বামা উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র নূর আলী বলেন, ‘কথায় আছে ছাত্র জীবন সবচেয়ে সুখের জীবন, যদি না থাকে এক্সামিনেশন। আমি ছোটবেলায় ভাবতাম যদি আসলেই পরীক্ষা না থাকতো, যদি অটো পাস করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু এখন বুঝতেছি পরীক্ষা ছিল বলেই প্রতিযোগিতা ছিল।’

তিনি বলেন, ‘আমি এই বিদ্যালয়ে এসে লক্ষ্য করেছি- তোমরা যারা ছাত্রছাত্রী আছো তোমাদের মধ্যে ডিসিপ্লিনের অনেক অভাব আছে। তোমরা জ্ঞানীদের কথা মন দিয়ে শুনতে চাও না। আমরা যখন ছাত্র ছিলাম আমাদের যদি কোনো সিনিয়র স্যার ক্লাস নেবেন জানতাম আমরা অনেক আগ্রহ নিয়ে সেই স্যারের ক্লাস করতাম।’

নূর আলী বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই যদি কোনো শিক্ষক এই বিদ্যালয়ে থেকে শিক্ষার্থীদের ভালোভাবে পড়াতে না পারেন, তাহলে ওই শিক্ষককে এই বিদ্যালয় থেকে চলে যেতে হবে। ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। আপনি শুধু ছাত্রদের কাছে চাইবেন আপনি ছাত্রদের কিছু দেবেন না, তা হবে না।’

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানের সদস্যসচিব সেলিম খানের সভাপতিত্বে এসময় পরমাণু বিজ্ঞানী ফয়েজ আল সিদ্দিকী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, সাবেক অতিরিক্ত আইজিপি ড. খন্দকার আবুল কালাম, শতবর্ষ উদ্‌যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক মোজাহার আলী শোভা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মো. শহিদুল্লা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুগোল বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, তারিণী বামা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফকু, বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যন রিসোর্স ম্যানেজম্যান্টের মো. মাশিকুর রহমান খান, একাত্তর টিভির বার্তা প্রধান শাকিল আহমেদ, পূবালী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার আজহার হোসেন খান, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও শতবর্ষ উদ্‌যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, গুলশান জগার্স ক্লাবের আইনবিষয়ক সম্পাদক আ হ ম জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, কার্যকরী পরিষদের সদস্য মো. তুহিন, চুড়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল বেপারী, সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার ভুইয়া, চুড়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বাদল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন চন্দ্র মন্ডল, জেলা পরিষদের সাবেক সদস্য এস এম সাইফুল ইসলামসহ বিদ্যালয়ের অনেক প্রাক্তন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩