রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুবির হল খুলছে কাল, স্থগিত থাকবে পরীক্ষা

news-image

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সিলগালা করা আবাসিক হলগুলো আগামীকাল থেকে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ডাকা জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে জানা যায়, আগামীকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হবে। হলে শুধু বৈধ আবাসিক শিক্ষার্থীরাই উঠতে পারবেন ও ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব পরিবহন ছাড়া অন্যান্য সকল ধরনের পরিবহন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

বিশ্ববিদ্যালয়ের হলগুলোর প্রভোস্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বৈধ শিক্ষার্থী বলতে যাদের আইডি কার্ড রয়েছে শুধু তারা হলে প্রবেশ করতে পারবেন। এ ক্ষেত্রে যাদের আইডি কার্ড নেই তাদের সাময়িক আইডি কার্ড দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার দায়িত্বে থাকবে হলের প্রভোস্টরা।

এ বিষয়ে শেখ হাসিনা হলের প্রভোস্ট মো. সাহেদুর রহমান বলেন, ‘যেহেতু সব শিক্ষার্থীর কাছে এখনো আইডি কার্ড পৌঁছায়নি, তাই আমরা সাময়িক একটি আইডি কার্ড দেব। পরবর্তীতে এক-দেড় মাস সময় দেওয়া হবে শিক্ষার্থীদের আবাসিকতা নেওয়ার জন্য।’

এক হলের শিক্ষার্থী যারা অন্য হলে আছেন, তাদের জন্য কি ব্যবস্থা করা হবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছি। তাদের জন্য মাইগ্রেশনের ব্যবস্থা করা হবে।’

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর মধ্যরাতে কুবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এরপর গত ১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের একটি গ্রুপ ক্যাম্পাসে হঠাৎ মোটরসাইকেল শোডাউন ও বাজি ফাটালে অপর একটি গ্রুপ সশস্ত্র মহড়ায় নামে। ফলে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২ অক্টোবর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩