রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মন্ত্রীর গাড়িচালকের এত ক্ষমতা!

news-image

নিজস্ব প্রতিবেদক : লালমনিরহাটে সমাজকল্যাণমন্ত্রীর গাড়িচালকের সঙ্গে তর্ক করায় এক কৃষককে তিন ঘণ্টা থানায় নিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত ৯টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ফুল কমল রায় (৩৫) নামের ওই কৃষককে কালীগঞ্জ থানায় আটকে রাখা হয়।

ভুক্তভোগী কৃষকের বাড়ি কালীগঞ্জের দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতায়। পাশের কাশিরাম গ্রামে বাড়ি সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের। তিনি লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য। তার গাড়িচালকের নাম আতিয়ার রহমান (৩৭)।

বিষয়টি উল্লেখ করে স্থানীয় কাকিনা উত্তর বাংলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এস তাবাসসুম রায়হান মুসতাযীর তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি অভিযোগ করেন, গাড়িচালক আতিয়ার প্রতিদিনের মত শুক্রবার প্রাতভ্রমণে বের হন। শ্রীখাতা মৌজায় প্রধান সড়কে পৌঁছে দেখেন কয়েকজন কৃষক রাস্তার পাশের জমির ঘাস কাটছেন। এ সময় আতিয়ার তাদের ঘাস কাটতে নিষেধ করলে ফুল কমল প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হন আতিয়ার।

তাবাসসুম রায়হান আরও উল্লেখ করেন, ঘটনার পর রাত ৯টার দিকে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামানের নির্দেশে বাড়ি থেকে ফুল কমলকে ধরে নিয়ে যায় স্থানীয় চৌকিদার। এরপর তাকে ভয়ভীতি দেখিয়ে আতিয়ারের কাছে মাফ চাইতে বলেন এসআই নুরুজ্জামান। পরে রাত ১১টা ৪৫ মিনিটের দিকে কমলকে ছেড়ে দেওয়া হয়।

ফুল কমল বলেন, ‘থানায় আটক থাকার সময় আমাকে এসআই নুরুজ্জামান হুমকি দেন, কানে থাপ্পড় দেন। বলেন, থানা থেকে গিয়ে মন্ত্রীর গাড়িচালকের সঙ্গে দেখা করে হাত-পা ধরে ক্ষমা চাইতে। নইলে জেলে পচে মরবো।’

তিনি আরও বলেন, ‘শনিবার সারাদিন আমাকে ও পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দেওয়া হয়েছে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি, কখন যে কী হয়।’

অপরদিকে রাস্তাসংলগ্ন ওই জমি নিজের বলে জানিয়েছেন তাবাসসুম রায়হান। তিনি বলেন, ‘এলাকার গরিব লোক সেখান থেকে গরুর জন্য ঘাস কেটে নিয়ে যায়। এতে আমার সমস্যা নেই। মন্ত্রীর গাড়িচালককে ওই দায়িত্ব কে দিয়েছিলেন? একজন গরীব মানুষকে থানায় এভাবে আটকে রেখে নির্যাতন কতটা যৌক্তিক ও বিধি সম্মত।’

তবে কৃষক ফুল কমলকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন এসআই মো. নুরুজ্জামান।

তিনি বলেন, ‘মন্ত্রীর গাড়িচালক আতিয়ার রহমানের মৌখিক অভিযোগে কমলকে স্থানীয় চৌকিদারের মাধ্যমে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে থানায় ডেকে আনা হয়। রাত পৌনে ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

এ বিষয়ে গাড়িচালক আতিয়ার রহমান বলেন, ‘রাস্তার ধারের ঘাস কাটতে দেখে আমি তাদের মানা করি, ওরা শোনেনি। থানায় ফোন করেছি বিষয়টি দেখার জন্য। এরপর কী হয়েছে তা আমার জানা নেই।’

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসুল বলেন, ‘সে তো মাদক ব্যবসায়ী, বিভিন্ন জায়গায় মাদক সরবরাহের খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাকে কোনো ধরনের হুমকি বা নির্যাতন করা হয়নি।’

 

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩