রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চেরাগের দিন আসার আগেই সরকার বিদায় হবে: আমির খসরু

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের চেরাগের দিন আসার আগেই সরকার বিদায় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শনিবার রাজধানীর মিরপুরের কালসীতে বিএনপির সমাবেশে এ কথা বলেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে কথাটি বলেন আমির খসরু।

ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী জোনের উদ্যোগে কালসীতে জ্বালানি তেল, দ্রব্যমূল্যের ঊধর্বগতি, ভোলায় নুর আলম, আব্দুর রহিম, নারায়নগঞ্জে শাওন প্রধান, মুন্সিগঞ্জে শহীদুল ইসলাম শাওন এবং যশোরে আব্দুল আলিম হত্যাসহ সারাদেশে পুলিশি হামলার প্রতিবাদে এই সমাবেশ হয়।

মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্যসচিব আমিনুল হকের পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা আবদুস সালাম, জয়নাল আবেদিন ফারুক, শামসুর রহমান শিমুল বিশ্বাস, নাজিম উদ্দিন আলম, সাইফুল আলম নিবর, রফিকুল আলম মজনু, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, মোনায়েম মুন্না, মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের ইয়াসীন আলী, কৃষক দলের হাসান জাফির তুহিন, মহিলা দলের হেলেন জেরিন খান, ছাত্রদলের কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

ইভিএমের প্রসঙ্গ টেনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমি প্রথমে একটি সাবধানতা উল্লেখ করতে চাই তাদের প্রতি (নির্বাচন কমিশন)। বাংলাদেশের ৪০ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে চলে গেছে। আজকে দুই বেলা খেতে পারছে না। বিদ্যুৎ, গ্যাস, পানির বিল দিতে পারছে না, খাদ্যপণ্য কিনতে পারছে না।’

তিনি বলেন, ‘এখন তো বিদ্যুতের বিল দেওয়া দরকার নাই। শেখ হাসিনা বলছেন, আপনারা চেরাগের জন্য তৈরি হোন। তাকে আমাদের প্রশ্ন- বাংলাদেশ ইনশাল্লাহ চেরাগের জন্য তৈরি হতে হবে না। কারণ, তার আগে আপনাকে বিদায় নিতে হবে। এই দেশ চেরাগের বাংলাদেশ নয়, এই দেশ আলোকিত বাংলাদেশ, এই দেশ শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশ, এই দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, এই দেশ তারেক রহমানের বাংলাদেশ। চেরাগের দিন আমরা আনতে দেবো না।’

গত ১৫ সেপ্টেম্বর পল্লবী জোনের এই সমাবেশটি পুলিশি হামলায় পণ্ড করে দিয়েছিল- এই প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘সেই সভা আজ বিশাল সমাবেশে রূপ নিয়েছে। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে বিএনপিকে সমাবেশে বাধা দেয় না। ফ্যাসিস্টকে সামনে থেকে পরাজিত করতে হবে। দেশের প্রতিটি রাস্তা বিএনপির দখলে চলে গেছে। এ জন্য অনেক প্রাণ চলে গেছে, অনেকে দেশও ত্যাগ করেছেন- এখন বিএনপির কর্মীরা খাঁটি সোনায় পরিণত হয়েছে। এই খাঁটি সোনা চাইনিজ রাইফেলের চেয়েও শক্তিশালী।’

তিনি বলেন, ‘দেশে একটি যুগপৎ আন্দোলন সৃষ্টি হয়েছে। এই আন্দোলনের বিরুদ্ধে যারা অবস্থানে নেবে, তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে। এটাকে নিবিঢ়রভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সরকারি কর্মকর্তা, পুলিশের কর্মকর্তা, সুশীল সমাবেশ ও সাংবাদিক সবাইকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এই সরকার নয়; এটা রিজিম। এই রিজিমের সঙ্গে যারা আছে তারা হচ্ছে চুরির উচ্ছ্বিষ্টবোগী। এদের চিহ্নিত করতে হবে। এদের মধ্যে যারা চালক, তারা দেওয়ালের লিখন বুঝে গেছে- তা হচ্ছে শেখ হাসিনার পতন নিশ্চিত।’

আমির খসরু বলেন, ‘শেখ হাসিনা নির্বাচনের কথা বলছেন, অনেকে ইভিএমের কথা বলছেন, যাওয়া-না যাওয়ার কথা বলছেন। উনারা কিন্তু দুঃস্বপ্ন দেখছেন। বাংলাদেশে উনারা ভাবছেন এই সমস্ত বলতে বলতে বোধহয় নির্বাচনের দিন পার হয়ে যাবে। ওই গান এবার হবে না।’

বিগত নির্বাচনের প্রসঙ্গ টেনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিগত দিনে আমাদেরও দোষ আছে, আমরাও সুযোগ দিয়েছিলাম তাদেরকে এরকম একটা নির্বাচনের জন্য। আমাদের নেতা-কর্মীরা কষ্ট পেয়েছে, প্রাণ দিয়েছে, জেলে গেছে। দুবৃত্তায়নের আরেকটা নির্বাচনের সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছিলাম।এবার যারা সেই স্বপ্ন দেখছেন, বৃথা স্বপ্ন দেখবেন না।এই স্বপ্ন আর পুরণ হবার নয়।’

আমির খসরু বলেন, ‘বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, মানুষ রাস্তায় নেমে গেছে। আমাদের আস্থা জনগণের ওপর। এই লক্ষ জনতার সামনে যারা দাঁড়াবে তারা ভেসে যাবে, জনগনের জোয়ারে তারা ভেসে যাবে। আমার শেষ কথা- রাস্তায় নেমেছি, বাড়ি ফিরে যাব না। যেদিন বাড়ি ফিরে যাবো সেদিন স্বাধীন বাংলাদেশ করে বাড়ি ফিরে যাব। তার জন্য প্রাণ দিতে হয়, প্রাণ দেব।’

বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান আমির খসরু। তিনি বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান নির্বাচন পরবর্তী জাতীয় সরকারের কথা বলেছেন। কেন বলেছেন? বাংলাদেশকে যে গর্তের মধ্যে ফেলা দেওয়া হয়েছে, সেখান থেকে তুলে আনতে হবে। প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে, আইনের শাসন নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই, ব্যবসা বাণিজ্য আওয়ামী মডেল- যা পা-ও পকেটে ভরো। এখান থেকে রূপান্তরমূলক পরিবর্তন আনতে হবে। সর্বত্র বৈষম্য দূর করতে হবে। দুই কক্ষ বিশিষ্ট সংসদ হবে। বড় বড় পরিবর্তন হবে।’

 

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩