রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন নাটক ‘প্রেমময় পথ’

news-image

বিনোদন প্রতিবেদক : নাসিম সাহনিক নির্মিত একক নাটক ‘প্রেমময় পথ’ প্রচারিত হবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একুশে টেলিভিশনে। আগামীকাল শুক্রবার রাত ১০টায় প্রচারিত হবে নাটকটি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আতিকা আফসানা, তনিমা তন্বী, জিদান সরকার প্রমুখ।

নাটকটির গল্পে দেখা যায়, ঢাকায় চাকরির সন্ধানে গিয়েছিল শুভ। কিন্তু চাকরি না হওয়ায় গ্রামে ফিরে এসে উপজেলার বাজারে দোকান দিয়ে ব্যবসায় মনোযোগী হন শুভ। গ্রামে আসার পর গ্রামের আর মফস্বলের বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে কাজিন রেশমা আর শুভর মধ্যে চলতে থাকে নানারকম খুনসুটি। এই খুনসুটি থেকে রেশমা শুভর প্রেমে পড়ে যান। এদিকে শুভকে নিয়ে গ্রামের মানুষ নানা কথা বললেও শুভর স্বপ্নগুলো লামিয়াকে মুগ্ধ করে। আস্তে আস্তে লামিয়া শুভর প্রেমে পড়ে যায়। এভাবে লামিয়া রেশমা আর শুভ এই তিনজনের প্রেমের গল্প নিয়ে এগিয়ে গিয়েছে ‘প্রেমময় পথ’ নাটকের কাহিনী।

নাটকটিতে লামিয়া চরিত্রে অভিনয় করেছেন আতিকা আফসানা, রেশমা চরিত্রে অভিনয় করেছেন তনিমা তন্বী এবং শুভ চরিত্রে অভিনয় করেছেন জিদান সরকার।

নির্মাতা নাসিম সাহনিক বলেন , ‘বরাবরই চেষ্টা করি সহজ সরল নির্মল গল্পে নাটক নির্মাণ করতে। এই প্রডাকশনটি সেই প্রচেষ্টারই প্রতিফলন। শিল্পীরা এবং কলাকুশলীরা চেষ্টা করেছেন সর্বোচ্চ সহযোগিতা করতে। তাদেরকে অসংখ্যা ধন্যবাদ। আশা করা যায় দর্শকদের নাটকটি ভালো লাগবে।’

অভিনেত্রী আতিকা আফসানা বলেন, ‘নাটকটির গল্প আর চিত্রনাট্য অসাধারণ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুন্দর লোকেশনে এটি নির্মিত হয়েছে। নাসিম ভাইয়া বরাবরই যত্ন করে কাজ করে থাকেন। তার পরিচালনায় কাজটি করতে পেরে আমি বেশ আনন্দিত।’

অভিনেতা জিদান সরকার বলেন, ‘ফিকশনটির গল্প অত্যন্ত মজার। রোমান্টিক ঘরানার কাজটি করে বেশ মজা পেয়েছি। আশা করা যায় ফিকশনটি জনপ্রিয় হবে। এছাড়া আমরা শিল্পীরা সবসময় চেষ্টা করি ভালো কোনো অডিও ভিজুয়্যাল কাজে অংশগ্রহণ করতে। এই ফিকশনটি আমার সেই আশাকে পূরণ করেছে।’

অভিনেত্রী তনিমা তন্বী বলেন, ‘এই ফিকশনটির ক্যামেরার কাজ ছিলো অসাধারণ। ইউনিটটিও ছিল দারুণ গোছানো। আমার এই টিমের সঙ্গে কাজ করে ভালো লেগেছে। আশা করা যায় এই টিম ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ উপহার দিবে।’

 

এ জাতীয় আরও খবর

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?

ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায় : দীপু মনি

ভোটাররা রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ায় উপস্থিতি কম: ইসি আলমগীর

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি

মেসির ফেরার ম্যাচে মায়ামির নাটকীয় জয়

মাইগ্রেনের ব্যথা হলে কী করবেন

কেমন দল বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

সাঁতারের পোশাকে সৌদি আরবে নারীদের ফ্যাশন শো

‘ফিজ’ নামটা কীভাবে পেলেন, জানালেন মুস্তাফিজ

পৃথিবীর কোন দেশে মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট আছে, প্রশ্ন কাদেরের

‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’

বিএনপি নেতা ইশরাক কারাগারে