রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ দিনেও চড়া ইলিশের দাম, হতাশা নিয়ে ফিরছেন ক্রেতারা

news-image

সোহাগ হাওলাদার,বাগেরহাট
ইলিশ রক্ষায় আবারও ২২ দিন নিষেধাজ্ঞার মধ্যে পড়বে জেলেরা। আজ বৃহস্পতিবার রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা শুরু হবে। নিষেধাজ্ঞা চলাকালীন নদীতে ইলিশ ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এদিকে আজ বৃহস্পতিবার ইলিশ বিক্রি ও ক্রয়ের শেষ দিন হওয়ায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল বাগেরহাটের সবচেয়ে বড় মাছের আড়ৎ কেবি বাজারে। এ বাজারে অন্তত একটি ইলিশ মাছ কম দামে কেনার জন্য ভিড় জমিয়ে ছিলেন ভোক্তারা। কিন্তু দাম চড়া হওয়ায় হতাশা নিয়ে বাড়ি ফেরেন ক্রেতারা।

সকাল থেকেই ইলিশ ক্রয়-বিক্রয় শুরু হয় কেবি বাজারে। অন্য সময় থেকে খুচরো ক্রেতাদের যেমন ভিড় ছিল, তেমনি মাছের দাম ছিল অনেক বেশি। প্রতি কেজি মাছ অন্যদিনের তুলনায় ১০০ থেকে ২০০ টাকা বেশি বিক্রি হয়েছে। এক কেজি থেকে ১২শ’ গ্রাম মাছ ১৫ থেকে ১৬শ’ টাকা কেজি, ৮শ’ থেকে ৯শ’ গ্রামের ১২শ’ টাকা, আধা কেজি থেকে ৬-৭শ’ গ্রাম টাকা, ৩শ’ থেকে আধা কেজির নিচের মাছ বিক্রি হয়েছে ৭শ’ থেকে ৮শ’ টাকা কেজিতে।

সাগর থেকে ফেরা জেলে রফিকুল ইসলাম বলেন, ‘সাগরে যাওয়ার পর থেকে কয়েকবার ঝড়ের কবলে পড়ায় জাল ফেলতে পারিনি। তারপরও যে কয়বার ফেলেছি তেমন মাছ পাইনি। আবার কাল থেকে অবরোধ, এভাবেই চলে আমাদের জীবন।’

মাছ ক্রেতা সাবেক ব্যাংক কর্মকর্তা মুনসুর আলী বলেন, ‘মাইকিংয়ের মাধ্যমে শুনেছি কাল থেকে ইলিশ বিক্রি বন্ধ। তাই আমি আসছি মাছ কিনতে। ভেবেছিলাম দাম কম হবে কিন্তু দাম অনেক না কিনে বাড়ি যাচ্ছি।’

কেবি বাজার মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি শেখ আবেদ আলী বলেন, ‘শেষ সময়ে সবাই চাইছে মাছ কিনতে, তাই দাম বেশি। জেলে ও ব্যবসায়ীরাও চাইছে তাদের মাছ বিক্রি করে চলে যেতে। তবে কেউ কেউ আরও বেশি দামে বিক্রির জন্য অপেক্ষা করছে।’

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এএস এম রাসেল বলেন, ‘মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর মধ্য রাত পর্যন্ত সমুদ্র ও নদীতে ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রয় নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে আমরা প্রচার প্রচারণা চালিয়েছি। অবরোধ কার্যকর করতে দিন-রাত সব সময় আমাদের টহল জোরদার থাকবে। এই সময়ে জেলেদের সরকারি সহায়তাও অব্যহত থাকবে।

 

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩