শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-আমিরাত সিরিজের টাইটেল স্পন্সর ‘জুয়া’ কোম্পানি

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাড়তি প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তবে এই সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে বাজি বা জুয়া কোম্পানির সঙ্গে সংশ্লিষ্টতা থাকা ‘স্কাইএক্স’। অথচ সাকিব আল হাসান কিছুদিন আগে জুয়া কোম্পানি বেটউইনারের সঙ্গে চুক্তি করায় তাকে শোকজ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ পর্যন্ত সাকিব প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হন।

স্কাইএক্স (স্কাইএক্সচেঞ্জ) ভারত ভিত্তিক একটি সারোগেট স্পোর্টস বেটিং ওয়েবসাইট। এটি আমিরাত থেকেও পরিচালনা করা হয়। আসছে সিরিজে এটি ‘স্কাইএক্স ফ্রেন্ডশিপ টি-২০ সিরিজ’ নামে স্পন্সর হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচ।

যদিও আমিরাতের আইনে দেশটিতে সকল ধরনের জুয়া নিষিদ্ধ। তবে ক্রিকেট সিরিজে এমন সংশ্লিষ্টতা বিতর্কের সৃষ্টি করবে।

আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) উপদেষ্টা ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চিফ অপারেটিং অফিসার সুবহান আহমেদ মনে করেন, আরব আইনে আসছে সিরিজে এর কোনো প্রভাব পড়বে না। কেননা স্বাগতিক বোর্ড জুয়া কর্মকাণ্ডের সঙ্গে কোনো চুক্তি করবে না।

বাংলাদেশি একটি সংবাদ মাধ্যমকে সুবহান বলেন, ‘হ্যাঁ এটা ঠিক যে স্কাইএক্স একটি ক্রীড়াভিত্তিক জুয়া প্রতিষ্ঠান। তবে পাশাপাশি তারা নিউজপোর্টালও চালায়, তারাই এই সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা তাদের ভালো ব্যাপারগুলোর সঙ্গেই আছি। তাদের আরও অনেক ব্যবসা থাকতে পারে। তবে আমরা সেটির (জুয়া) সঙ্গে কোনো চুক্তিতে যাচ্ছি না।’

ইসিবি উপদেষ্টা জানান, ‘ব্ল্যাক এন্ড হোয়াইট’ একটি অ্যালকোহল কোম্পানি। এই কোম্পানিটিই সদ্য শেষ হওয়া এশিয়া কাপে স্পন্সর ছিল, যদিও আমিরাতে অ্যালকোহল নিষিদ্ধ। তার মতে স্কাইএক্স স্পন্সর হলে কোনো সমস্যা হওয়ার কথা না।

এদিকে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, তারা জানতেন না স্কাইএক্স যে একটি জুয়ার প্রতিষ্ঠান। তিনি বলেন, ‘আমরা জানতাম না স্কাইএক্স একটি বেটিং কোম্পানি। যদিও ইসিবি এই সিরিজের স্বাগতিক দেশ, তাই সফরকারী দেশ হিসেবে আমরা তাদের কিছু বলতে পারি না। তবে আমরা যদি আগেই ব্যাপারটি জানতাম, সেক্ষেত্রে কোনো উদ্দেগ নিতে পারতাম। কিন্তু এটা এখন দেরি হয়ে গেছে।’

 

এ জাতীয় আরও খবর

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩

ষড়যন্ত্র নয়, সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে : মঈন

দেড় বছর পর শনিবার বিদ্যালয়ে ক্লাস, মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের

পুলিশের মধ্যস্থতায় বনানীর সড়ক ছাড়লেন শ্রমিকরা

২৪ ঘণ্টাতেও উদ্ধার হয়নি দুর্ঘটনাকবলিত দুই ট্রেন

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত

আরও ২ দিন গরম থাকতে পারে

পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার