বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৮ মাসে আত্মহত্যা ৩৬৪ শিক্ষার্থীর, অধিকাংশই স্কুলের

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৩৬৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশনের জরিপের এ তথ্য উঠে এসেছে। আজ শুক্রবার সকালে ভার্চ্যুয়ালি আয়োজিত এক সম্মেলেনে এ তথ্য প্রকাশ করে আঁচল ফাউন্ডেশন।

সংবাদ সম্মেলনে আঁচল ফাউন্ডেশন জানায়, ১৫০টি জাতীয় ও স্থানীয় পত্রিকার তথ্য থেকে এ জরিপ করেছে সংগঠনটি। ২০২১ সালে ১০১ শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা তারা।

এতে বলা হয়, আত্মহত্যার হার স্কুলশিক্ষার্থীদের মধ্যে বেশি। আত্মহত্যাকারী ৩৬৪ জনের মধ্যে ১৯৪ জনই স্কুলশিক্ষার্থী।

জরিপে দেখা যায়, প্রতি মাসে গড়ে ৪৫ জনের বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বয়স হিসেবে আত্মহত্যার হার সবচেয়ে বেশি ১৪-১৬ বছর বয়সীদের মধ্যে। এই বযসী মোট ১৬০ জন আত্মহত্যা করেছে। ৭ বছরের এক শিক্ষার্থীও আত্মহত্যা করেছে।

জরিপে বলা হয়, গত ৮ মাসে ৪৪ জন মাদ্রাসাশিক্ষার্থী আত্মহত্যা করেছে। আত্মহত্যার হার ঢাকা বিভাগে বেশি।

 

এ জাতীয় আরও খবর