বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘দাম কমাও জান বাঁচাও’ স্লোগানে পল্টন মোড়ে অবস্থান হরতালকারীদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে রাজধানীর পল্টন মোড়ে অবস্থান নিয়েছেন জোটের নেতাকর্মীরা। এতে ওই পথের সড়কে যানবাহন চলাচল বিঘ্ন হচ্ছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টা থেকে পল্টন মোড়ে অবস্থান নিয়েছেন তারা।

সরেজমিন দেখা যায়, পল্টন মোড়ে অবস্থান নিয়ে হরতালের সমর্থনে বক্তব্য ও স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।

পল্টন মোড় হয়ে রাজধানীর চারদিকে চলাচলের পথ রয়েছে। এর মধ্যে দুটি পথ বন্ধ করে দিয়েছেন হরতালসমর্থকেরা। এতে জাতীয় প্রেসক্লাব থেকে মতিঝিল ও গুলিস্তানের দিকে যাওয়া যানবাহনগুলো আটকে যায়।

পল্টন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকলেও কোনো বাধা দেয়নি।

হরতালের সমর্থনে সড়কে অবস্থান নিয়ে কয়েকজনকে প্রতিবাদী গান গাইতে দেখা গেছে। হরতাল সমর্থকেরা ‘দাম কমাও জান বাঁচাও’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

সকাল পৌনে সাতটার দিকে বাম গণতান্ত্রিক জোটের ছাত্রসংগঠনগুলোর একটি মিছিল শাহবাগ থেকে কাঁটাবন মোড়ে যায়। কিছুক্ষণ সেখানে অবস্থানের পর শাহবাগ, মৎস্য ভবন ও প্রেসক্লাব হয়ে পল্টন মোড়ে এসে অবস্থান নেয়।

জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহনের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে সারা দেশে আজ অর্ধদিবস হরতাল পালন করছে বামজোট।

 

এ জাতীয় আরও খবর