রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গানে ফিরলেন সেই মনসুর, জানালেন ধন্যবাদ (ভিডিও)

news-image

শিমুল আহমেদ
নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ডদল ‘ব্লু হরনেট’র গায়ক মনসুর হাসান এখন চট্টগ্রাম মহানগরীর জামালখান মোড়ের গণশৌচাগার দেখভাল করছেন। মাদকাসক্ত হওয়ার কারণে পরিবার থেকে ছিটকে পড়েন এই গায়ক। একটা সময় ‘ব্লু হরনেট’ ব্যান্ড থেকেও দূরে সরে যান তিনি। মনসুর হাসানের বর্তমান অবস্থার কথা উঠে আসে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের একটি ভিডিওতে। যা নজরে আসে দৈনিক আমাদের সময়সহ দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে। এরপর তাকে নিয়ে ‘দেশের জনপ্রিয় ব্যান্ডশিল্পী এখন টয়লেটের দায়িত্বে!’ সংবাদ প্রকাশ হয় দৈনিক আমাদের সময় অনলাইন-এ।

এখন কেমন আছেন ‘ব্লু হরনেট’র গায়ক মনসুর হাসান? জানা যায়, গানে আবারও নিয়মিত হচ্ছেন মনসুর। যার কিছু ভিডিও ইতোমধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে। আর বর্তমান অবস্থার কথা জানতে যোগাযোগ করা হয় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সঙ্গে। তিনি বলেন, ‘আপনাদের সবার দোয়ায় এখন অনেক ভালো আছেন মনসুর ভাই। এখন সে নিয়মিত গান অনুশীলন করছেন। পোশাক-আশাকে, কথা-বার্তাতেও এসেছে অনেক পরিবর্তন। আমি ও আমার ছেলেরা ওনার জন্য নতুন বাসা দেখেছিলাম। সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু একটু অস্বস্তিবোধ করায় বর্তমান ঠিকানাতেই আছেন তিনি। এর মধ্যে তাকে ডাক্তার দেখানো হয়েছে। অনেক পরীক্ষ-নিরীক্ষা করা হয়েছে। যেহেতু তিনি অনেকদিন মাদকাসক্ত ছিলেন, তার শারীরিক কোনো ক্ষতি হয়েছে কি-না তা দেখার জন্যই ডাক্তারের কাছে যাওয়া। কিন্তু আল্লাহ’র রহমতে তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন।’

ওয়ার্ড কাউন্সিলর আরও বলেন, ‘আমি তো শুধুমাত্র তার আসল পরিচয় জানতে পেরে, দেশবাসীর কাছে তুলে ধরার জন্য ভিডিওটি করেছিলাম। এরপর আপনারা যেভাবে তার পাশে দাঁড়িয়েছেন তা সত্যি অকল্পনীয়। বিশেষ করে, আমাদের সময়সহ দেশের জাতীয় দৈনিকগুলোতে যেভাবে তাকে নিয়ে লিখেছেন, তা দেখে মনসুর ভাই নিজেও হতভম্ভ হয়েছেন। আপনাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি কোনো ফোন ব্যবহার করেন না। আমি তাকে ফোন কিনে দিয়েছিলাম কিন্তু সে তা গ্রহণ করেননি। তার হাতে ফোন থাকলে তিনি ঠিকই আপনাদের ফোন করে ধন্যবাদ দিতেন।’

কথা কথায় শৈবাল দাশ সুমন বলেন, ‘আমি তার জন্য নতুন একটি চাকরির ব্যবস্থা করেছি। তিনি আগের থেকে শারীরিক ও মানসিকভাবে অনেক ভালো আছেন। আপাতত তিনি চট্টগ্রাম মহানগরীর জামালখান মোড়ের গণশৌচাগারেই আছেন। সেখানে থাকার কারণে অনেকেই তার সঙ্গে যোগাযোগ করছেন, ছবি তুলছেন। তিনিও সবার সঙ্গে কথা বলছেন ও আনন্দবোধ করছেন। আমি প্রতিদিনই তার খোঁজখবর রাখছি। তাই আপাতত সেখানেই তাকে রাখা হয়েছে। তিনি আরও একটু মানসিকভাবে প্রফুল্ল হলে তাকে সেখান থেকে নিয়ে আসা হবে। পাশাপাশি তিনি নিজে থেকেই এখন নিয়মিত স্থানীয় কয়েকটি গানের দলের সঙ্গে অনুশীলন করছেন।’

‘ব্লু হরনেট’ ব্যান্ডের এই গায়ককে আবার গানের ভূবনে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে জানিয়ে সুমন বলেন, ‘আমি ইতোমধ্যেই সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, গীতিকার আসিফ ইকবালসহ অনেকের সঙ্গেই কথা বলেছি। তাকে আবার গানের ভূবনে আনা যায় কিভাবে সে বিষয়ে কথা চলছে। গীতিকার আসিফ ইকবাল ভাইকে অনুরোধ করেছি, তার জন্য গান লিখতে। আপনারা পাশে থাকলে, মনসুর ভাই আবার মঞ্চে গাইবে, দেশবাসীর জন্য গাইবে। আমি নিজেও আপনাদের ধন্যবাদ দিতে চাই- এভাবে তার পাশে দাঁড়ানোর জন্য।’

উল্লেখ্য, মহসিন কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ার সময় ৬ বন্ধু মিলে গড়ে তুলেছিলেন ‘ব্লু হরনেট’ ব্যান্ড। নব্বই দশকে বেশ জনপ্রিয় হয়ে উঠে ব্যান্ডটি। সে সময় মনসুর হাসানের কণ্ঠে ‘বাটালি হিলের সেই বিকেল’, ‘ছোট্ট একটি মেয়ে’, ‘কত না বছর’সহ বেশ কিছু গান দারুণ জনপ্রিয়তা পায়। এরপর মাদকাসক্ত হওয়ার কারণে পরিবারের থেকে দূরে সরে যান মনসুর। জড়িয়ে যান রাজনীতিতে, গেছেন কারাগারেও।

অবশেষে বাবা-মায়ের মৃত্যুর পর পাল্টে যায় তার জীবনের সব সুর-ছন্দ। সংসার হয়নি, খেয়ে না খেয়ে পথে-ঘাটে কেটেছে তার বহুদিন। রোগ-শোকে আক্রান্ত এই গায়ক একটা সময় চট্টগ্রাম মহানগরীর জামালখান মোড়ের গণশৌচাগারের তত্ত্বাবধায়কের চাকরি নেন। আর এই শিল্পীর ঠিকানা হয় গণশৌচাগারের পাশে ছোট্ট একটি বেঞ্চ।

 

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩