রবিবার, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জনগণের কাছে ক্ষমা চান, প্রধানমন্ত্রীকে ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেওয়া উচিত-এমন মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘খুব পরিষ্কার ভাষায় বলতে চাই- আপনাদের এই মন্তব্য ও কটূক্তির জন্য জনগণের কাছে ক্ষমা চান। অন্যথায় জনগণ আপনাদের ক্ষমা চাওয়ারও সুযোগ দেবে না।’

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান। ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর হত্যার হুমকির প্রতিবাদে’ এ সমাবেশের আয়োজন করা হয়।

সরকারকে হুমকি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া খুব অসুস্থ। এখন যদি তার উন্নত চিকিৎসা না হয় তাহলে তার জীবন হুমকির সম্মুখীন হবে। আমরা তো বারবার আপনাদের (সরকার) বলেছি, তাকে মুক্তি দিন। তাই এখান থেকে আজকে আমরা আহ্বান জানাতে চাই, এখনো সময় আছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দেন।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা ভাবতেও পারি না- একটি দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন এবং সন্ত্রাসী বক্তব্য কী করে আসে। কোনো সভ্য দেশের মানুষ এটা কখনো সহ্য করতে পারে না। কোনো সভ্য সমাজ এবং গণতান্ত্রিক সমাজে এ ধরনের ভাষা ব্যবহার করা যায় না। কেন করেছেন? কারণ তিনি এখন নার্ভাস হয়ে গেছেন। তিনি দেখতে পাচ্ছেন, তার ক্ষমতার দিন শেষ। এখন আর তিনি সামনে ক্ষমতায় আসতে পারবেন না।‘

শেখ হাসিনা পদ্মা সেতু করার বড়াই করছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, পদ্মা সেতু আপনার একার না। আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নয়। জনগণের পকেটের টাকা থেকে যে ট্যাক্স কেটে নিয়েছেন, সেই জনগণের টাকা দিয়ে পদ্মা সেতু নির্মিত হয়েছে। আর এখানে আপনারা যে দুর্নীতি করছেন, তা দুর্নীতির সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। জনগণ জানতে চায়, পদ্মা সেতুর জন্য জনগণের কাছ থেকে কত টাকা কেটেছেন? এর মধ্যে কত টাকা পদ্মা সেতুতে ব্যয় করেছেন। আর কত টাকা আপনারা নিজেদের পকেটে ভরেছেন?

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, যুববিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ বক্তব্য দেন।