রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘরোয়া পদ্ধতিতেই দূর হবে চোখের নিচের কালো দাগ

news-image

নিউজ ডেস্ক : অনেক সময় অপর্যাপ্ত ঘুম এবং দুশ্চিন্তার কারণে চোখের নিচে কালো হয়ে পড়ে। তাই চোখের কালো দাগ নিয়ে যারা চিন্তায় রয়েছেন, ঘরোয়া কিছু উপকরণের সাহায্যেই দূর করতে পারেন এই দাগ।

চলুন জেনে নেয়া যাক চোখের কালো দাগ দূরকরণে ঘরোয়া পদ্ধতিগুলো-

আলু

আলুতে রয়েছে ন্যাচারাল ব্লিচ। এটি চোখের ফোলাভাব কমায়, ক্লান্তি দূর এবং কালো দাগ দূর করতে সাহায্য করে। আলু রস করে কটনবলের সাহায্যে চোখের ওপর ১০-১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

নারিকেল তেল

চোখের নিচের কালো দাগ এবং বলিরেখা দূর করতে নারিকেল তেলের ভূমিকা অপরিহার্য। প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুই আঙ্গুলের সাহায্যে চোখের নিচে হালকা ম্যাসাজ করে নিতে পারেন। এতে করে খুব সহজেই দাগ দূর করা সম্ভব।

শসা

শসা ব্যবহারে চোখের কালো দাগ দূর করতে উপকারী একটি উপাদান, যা ত্বককে করে তোলে দীপ্তিময়। শসা স্লাইস করে কেটে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। এরপর চোখের ওপর ১৫ মিনিট শসার স্লাইজ রেখে দিন। এছাড়া শসা ও লেবুর রস একই অনুপাতে মিশিয়ে তাতে কটন বল ভিজিয়ে চোখের ওপর ১৫ মিনিট দিয়ে রাখুন। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি আপনাকে আরাম দেবে এবং কালো দাগ দূরীকরণে সাহায্য করবে।

টমেটো

ত্বকের প্রাকৃতিক ব্লিচ হিসেবে খুব ভালো কাজ করে থাকে টমেটো। এটি চোখের নিচের কালো দাগ হালকা করতে সাহায্য করে। আপনি চাইলে টমেটোর রসের সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে নিতে পারেন। মিশ্রণটি আলত করে চোখের চারপাশে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। তবে খেয়াল রাখবেন, মিশ্রণটি যেন চোখের ভেতর না চলে যায়।

সবশেষে ত্বক ভালো রাখতে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে এবং দৈনিক ৭-৮ ঘন্টা ঘুমাতে হবে।

 

এ জাতীয় আরও খবর

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?

ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায় : দীপু মনি

ভোটাররা রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ায় উপস্থিতি কম: ইসি আলমগীর

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি