বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টিপকাণ্ড: কনস্টেবলের সঙ্গে ছিলেন না স্ত্রী, শাস্তি হয়েছিল তিনবার

news-image

নিজস্ব প্রতিবেদক : টিপ পরা নিয়ে রাজধানীর তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দারকে হেনস্তার ঘটনা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। ভুক্তভোগীর অভিযোগের পর দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে পুলিশও। শিক্ষিকার দেওয়া মোটরসাইকেলের নম্বর ধরে পুলিশ অভিযুক্তকে খুঁজে বের করেছে। নাজমুল তারেক নামের ওই কনস্টেবল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগে কর্মরত। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে এ ঘটনা তদন্তে এরই মধ্যে গঠন করা হয়েছে কমিটিও।

ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত কনস্টেবল নাজমুল তারেকের ব্যাপারে বেশ কিছু তথ্য পেয়েছে। দুই বছর আগেও তার জীবনাচরণ ভিন্ন ছিল। তিনি গান-বাজনায় মেতে থাকতেন। তবে সম্প্রতি তিনি মুখে বড় দাড়ি রাখার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। অনুমতি নিয়ে বড় দাড়ি রাখেন। এছাড়া সাময়িক বরখাস্ত এ কনস্টেবল চাকরিজীবনে বেপরোয়া আচরণের জন্য তিনবার শাস্তির মুখে পড়েছেন। যার মধ্যে দুবার গুরুদণ্ড এবং একবার লঘুদণ্ডে দণ্ডিত হন তিনি।

 

এ জাতীয় আরও খবর