বিমানবন্দর সড়কে পাজরো গাড়িতে আগুন
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দর সড়কের বলাকা অফিসের সামনে একটি পাজেরো গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাড়িতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বাবুল মিয়া বলেন, রাত সাড়ে ৮টার দিকে আমরা বলাকা অফিসের সামনে একটি পাজেরো গাড়িতে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।