রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে শিশুর মতো ‘নার্সিং’ করেছিল ভারত: মুক্তিযুদ্ধমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ পুনর্গঠনে ভারতের অবদান তুলে ধরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘ভারত আমাদের দেশ স্বাধীন হওয়ার ব্যাপারে শুধু অবদান রাখে নাই। প্রাথমিকভাবে লালনপালনের ব্যাপারে, শিশুদের যেমন অনেক বেশি সেবা বা নার্সিং দরকার হয়, সেই নার্সিংও কিন্তু ভারত সরকার অব্যাহত রেখেছিলেন আমাদের।’

বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর উপলক্ষে ‘মৈত্রীর বন্ধনে সুবর্ণ সম্প্রীতি’ এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অবকাঠামোগত উন্নয়ন, বৈদেশিক সাহায্য ও পণ্য আমদানির ক্ষেত্রে তৎকালীন ইন্দিরা গান্ধী সরকারের সহায়তার কথা উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘বিদেশ থেকে মাল আনতে হত, গ্যারান্টি কে দিত? ভারত সরকার গ্যারান্টি দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন এনেছে, কে গ্যারান্টি দিয়েছে? তারা দিয়েছে।’

কৃতজ্ঞ জাতি হিসাবে ভারতের সেই অবদানকে স্বীকার করতে হবে মন্তব্য করে তিনি বলেন, যদিও একটি গোষ্ঠী ভারতের সেই সহযোগিতাকে মেনে নিতে পারে নাই। বঙ্গবন্ধুকে হত্যার পর যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছিল, তারা ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারীদের চারণভূমি এই বাংলাদেশকে বানিয়েছিল।’

এক্ষেত্রে উলফা নেতা অনুপ চেটিয়ার মত নেতাদের আশ্রয় দেওয়া এবং ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের কথা উল্লেখ করেন তিনি।

সদ্য স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনে নিজ দেশের অবদানের কথা স্মরণ করেন ঢাকায় ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

তিনি বলেন, মানুষের সংগ্রামের ফল এত দ্রুত্ এসে কোনো দেশ স্বাধীনতা আসার এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। অপারেশন সার্চলাইট থেকে ১৬ ডিসেম্বরের বিজয় পর্যন্ত নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ফল এসেছিল।

এক কোটি শরণার্থীকে অল্প সময়ের মধ্যে ফেরানোর ঘটনাকেও পৃথিবীর ইতিহাসে বিরল হিসাবে উল্লেখ করে দোরাইস্বামী বলেন, ‘শরণার্থী হয়েছিল এক কোটি বেশি, তখনকার দিনে ১০ শতাংশের বেশি মানুষ। এত দ্রুত সময়ে এত মানুষের শরণার্থী হওয়ার ঘটনাও ইতিহাসে বিরল। চিন্তা করুন, স্বাধীনতার মাত্র তিন মাসের মাথায় এক কোটি মানুষের প্রায় সবাই ফিরে এসেছিল। এটা প্রবাসী সরকারের এবং তখনকার ভারত সরকারের পরিকল্পিত সহযোগিতা কার্যক্রমের কারণে হয়েছিল।’

তিনি আরো বলেন, ‘স্বাধীনতার কিছুদিনের মাথায়ই স্বাধীন এলাকার নেতারা বেসামরিক প্রশাসনের কর্তৃত্ব নিয়েছিল, বাংলাদেশকে পরিচালনা করার জন্য। স্থানীয় সরকার পরিচালনা করার দায়িত্ব নিয়েছিল এই দেশেরই মানুষ, যাতে পুনর্গঠন কাজ শুরু করা যায়। জরুরি অবকাঠামোগুলো দ্রুত সময়ের মধ্যে পুনরায় চালু করা সম্ভব হয়েছিল। বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছিল, খাদ্য সরবরাহ ব্যবস্থাও পেয়েছে পূর্ণ গতি, রেল যোগাযোগ তৈরির কাজ শুরু হয়েছিল, হার্ডিঞ্জ ব্রিজ পুনর্নিমাণ করা হয়।’

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের কিছুদিনের মাথায় কলেরার প্রাদুর্ভাবের কথা উল্লেখ করে ভারতে হাইকমিশনার বলেন, মাত্র ৩৬ ঘণ্টার মাথায় কলেরার ওষুধ সরবরাহ করা সম্ভব হয়েছিল। কেবল যুদ্ধ কৌশলে সহায়তার বিষয় হলে এটা সম্ভব হত না, এটা সম্ভব হওয়ার কারণ ছিল এটা ছিল বন্ধুত্ব ও ভালোবার সহযোগিতা।

ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারীদের বিতাড়িত করতে শেখ হাসিনা সরকারের ভূমিকার মনে করিয়ে দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন, ‘বাংলাদেশের অন্য কোনো দেশের, বিশেষ করে প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারতের কোনো সন্ত্রাসী, কোনো বিচ্ছিন্নতাবাদীদেরকে আওয়ামী লীগ সরকার কখনো প্রশ্রয় দেয়নি। কঠিনভাবে কঠোরভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এ কথাও সত্য, চারদলীয় জোট যেখানে স্বাধীনতাবিরোধী জামায়াতরাও ছিল, তাদের সময় কিন্তু অনুপ চেটিয়াসহ অনেকে বাংলাদেশে আশ্রয় পেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা তাদেরকে পুরোপুরি বিতাড়িত করেছি।’

ভারতের সাথে ঝুলে থাকা ইস্যুগুলোর সমাধানের উদ্যোগী হতে হাই কমিশনার দোরাইস্বামীর প্রতি আহ্বান জানান প্রাণীসম্পদ মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?

ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায় : দীপু মনি

ভোটাররা রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ায় উপস্থিতি কম: ইসি আলমগীর

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি