সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রামপুরা ব্রিজে শিক্ষার্থীদের অবস্থান, সতর্ক পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়কের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর রামপুরা ব্রিজে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তবে যান চলাচলে যেন বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার পরপরই ২৫-৩০ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজ ও হাতিরঝিলের সংযোগ সড়কে জড়ো হন। এসময় রামপুরা ব্রিজ ট্রাফিক পুলিশ বক্সের সামনে ও সড়ক বিভাজকসহ ব্রিজের আশপাশে একাধিক স্থানে সতর্ক অবস্থান নেয় পুলিশ।

কিছুক্ষণ অবস্থানের পর দুপুর সোয়া ১২টার দিকে রামপুরা ব্রিজের ওপর রেলিং ঘেঁষে দাঁড়িয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় ‘নিরাপদ সড়ক চাই’ ‘ভয় দেখিয়ে আন্দোলন, থামানো যাবে না’ স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীর।

অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেত্রী খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, আমাদের আন্দোলন নিয়ে বাইরের অনেকেই অনেক কথা বলছে। কিন্তু ভয় দেখিয়ে, সমালোচনা করে আমাদের আন্দোলন দমিয়ে রাখা যাবে না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

পরে সোমবার (৬ ডিসেম্বর) রামপুরা ব্রিজে অবস্থান নিয়ে সড়কে নিহত সবার উদ্দেশ্যে শোক প্রকাশ করতে ‘কালো ব্যাজ ধারণ’ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে ডিএমপির মতিঝিল জোনের খিলগাঁও বিভাগের এডিসি নুরুল আমীন জাগো নিউজকে বলেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের সতর্কতা অবলম্বন করেছি। যদি রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটিয়ে কিংবা আইনশৃঙ্খলা অবনতি হওয়ার মতো কোনো কাজ তারা করে, তবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

 

এ জাতীয় আরও খবর

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?

ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায় : দীপু মনি

ভোটাররা রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ায় উপস্থিতি কম: ইসি আলমগীর

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি