বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় বিশ্বে মৃত্যু ছাড়াল ৫০ লাখ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের মহামারীতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে সারাবিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। সারা বিশ্বে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যুতে লাগাম টানা যাচ্ছে না।

ওয়ার্ল্ডোমিটার বলছে, যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে দেশটিতে মারা গেছে ১ হাজার ৮২১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৯৮৪। অন্যদিকে একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন এক লাখ বিশ হাজারের বেশি মানুষ।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৫৫.৭ শতাংশ নাগরিককে টিকার আওতায় আনা হয়েছে। এ ছাড়া বয়স্ক ও ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত আছেন এমন নাগরিকদের বুস্টার ডোজও দেওয়া হচ্ছে। গত সপ্তাহেও প্রতিদিনই দেশটিতে গড়ে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃত্যু ও শনাক্ত উভয় দিক থেকেই গোটা বিশ্বে যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর