রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কর্মকর্তাদের সঠিক স্থানে পদায়নে ডাটাবেইজ হচ্ছে: প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাইট ম্যান রাইট প্লেস’ নীতির আওতায় প্রশাসনে যোগ্যতা অনুযায়ী কর্মকর্তাদের সঠিক স্থানে পদায়নে ডাটাবেইজ করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে এ কথা জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।

তিনি বলেন, ‘আমরা ট্রেনিং ম্যানেজমেন্ট প্রস্তুত করছি। এই ম্যানেজমেন্ট সফটওয়্যার থাকলে অনেকেই কিন্তু অনলাইনে অবসর সময়ে নিজেকে আপডেট রাখতে পারবেন। বিষয়গুলো বারবার রিভাইসও দিতে পারবেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সব ক্যাডার ও সরকারের উপসচিব ও এর উপরের কর্মকর্তাদের জন্য কর্মজীবন পরিকল্পনা নীতি প্রণয়ন করতে যাচ্ছি। আমাদের ক্যারিয়ার প্ল্যানের ভেতরে সেগুলো আমরা নিতে চাই। এবং রাইট টাইম রাইট প্লেস…আমরা যে প্রথমে বলেছি, একটি দপ্তর বা সংস্থা একটি অর্গানাইজেশন ও অফিসকে আমরা পরিবর্তন করে দিতে পারি, যদি অফিস প্রধান একজন ক্যাপাবল পারসন (যোগ্য ব্যক্তি) হন।’

‘২০১৯ সালের ৭ জানুয়ারি শপথ নেওয়ার পর আমরা আপনাদের বলেছিলাম, রাইট ম্যান রাইট প্লেস- যদি এটা আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমরা প্রত্যেকটি অফিসে কর্মকাণ্ড গতিময় করতে পারবো। আরও সফল হতে পারবো।’

ফরহাদ হোসেন বলেন, ‘সেক্ষেত্রে পরিবর্তন নিশ্চয়ই আপনারা দেখেছেন। বিশেষ করে রাজউক, বিআরটিএ- যে অফিসগুলোতে বিভিন্ন সময়ে অভিযোগ থাকতো…যেগুলো লুজিং কনসার্ন ছিল, সেগুলো পরিবর্তন করার চেষ্টা করছি। আমাদের মন্ত্রণালয়েও ব্যাপক পরিবর্তন দেখছেন। এগুলোর পেছনে রাইটম্যান রাইট প্লেস…যে ব্যক্তিটি ওখানের জন্য পারফেক্ট হবে…।’

‘আমরা আধুনিক হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট ফলো করে, একটা জবের জন্য যে স্পেসিফিকেশন ও কোয়ালিফিকেশন দরকার আর পারসোনাল স্পেসিফিকেশন- দুটোকে ম্যাচ করার চেষ্টা করছি। যে লোকটিকে দিচ্ছি, সে যাতে ওয়েল ম্যাচ হয়। সেইফ ফুডের ওপর পিএইচডি করে এসেছেন তাকে যাতে অর্থ মন্ত্রণালয়ে নিয়োগ না দিয়ে সেইফ ফুড রিলেটেড…এবং তার অতীতের অভিজ্ঞতা, তার লেখাপড়া, সম্প্রতি তাকে যে বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে সেই রিলেটেড জায়গা দিলে তার পারফরমেন্স নিতে পারি। সরকারি ওই প্রতিষ্ঠানটি লাভবান করতে পারি।’

যোগ্যতা অনুযায়ী লোক নিয়োগ দেওয়ার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের গতি অনেক বেড়েছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ‘এখন খুব সহজে কাজগুলো করে নিতে পারছি। অভিযোগগুলো কমে গেছে- আমরা সেটি এখন দেখছি।’

তিনি বলেন, ‘রাইট ম্যান রাইট প্লেস- নীতি বাস্তবায়নে একটি ডাটাবেইজ প্রস্তুত করছি আমরা। অর্থাৎ কে কেমন মানুষ, সেক্ষেত্রে আপনাদের আরেকটা আইডিয়া দিতে চাই। বিভিন্ন পদের জন্য বিভিন্ন যোগ্যতার মানুষ প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা সফটওয়্যারটা করতে চাচ্ছি।’

‘আমরা প্রত্যেকটি মিনিস্ট্রির ডেস্কগুলো ডিফাইন করতে চাই। অর্থাৎ, কিছু ডেস্ক আছে যেটা কমন। আবার প্রত্যেকটি মিনিস্ট্রির নিজস্ব কিছু স্বকীয়তা ও কাজ আছে। সেটার জন্য কর্মকর্তাদের দক্ষ করে গড়ে তোলা। বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু কাজ আছে যেগুলো ত্রাণ মন্ত্রণালয়ের কাজের অমিল আছে। তাদের জন্য স্পেশাল কিছু লোক তৈরি করা। এই ম্যানেজমেন্টে যারা দক্ষ তাদের জন্য লোক তৈরি করা।’

প্রতিমন্ত্রী বলেন, এভাবে আমরা ‘রাইট ম্যান রাইট প্লেস’ বিষয়ে ডাটাবেইজ তৈরি করতে চাই। যাতে খুব দ্রুত আমরা সেই লোকগুলো খুঁজে পাই।

ফারহাদ হোসেন বলেন, ‘উদাহরণ হিসেবে বলা যায়, আমরা প্রধান তথ্য কর্মকর্তা কাকে দেবো। সেক্ষেত্রে আমরা দেখবো তার কেমন অভিজ্ঞতা আছে, তিনি এই কাজটি কেমন করতে পারবেন। প্রেসকে ম্যানেজের ক্যাপাসিটি তার কেমন আছে। ফরেন ডেলিগেটরা আসলে তিনি সেটা কীভাবে ম্যানেজ করবেন। তার সহনীয় সক্ষমতা কেমন, অভিজ্ঞতা তো বটেই। এভাবে সুক্ষ্ম সুক্ষ্ম বিষয়গুলো লিখে ডাটাবেইজ করছি। যাতে করে আমাদের সুবিধা হয়।’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এভাবে নিয়োগ দেওয়া হলে আমরা তার কাছ থেকে অনেক বেশি কিছু পাব। ওই প্রতিষ্ঠান এমনকি সরকার লাভবান হবে। সেটা আমরা করতে চাচ্ছি। আমাদের জনশক্তি যাতে কোনোভাবে নষ্ট না হয়, তার কোয়ালিটি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সঠিক জায়গায় দিতে চাই, এটি সরকারের একটি সুনীতি।’

বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সংলাপে প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩