রংপুরের মিঠাপুকুরে নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
রংপুর ব্যুরো : রংপুরের মিঠাপুকুরে যমুনেশ্বরী নদী থেকে ৫৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ কামরুজ্জামান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় উপজেলার মিলনপুর ইউনিয়নের যমুনেশ্বরী নদীর ঘিল্লাই অংশে নদীর স্রোতে ভেসে যাওয়া লাশটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
এব্যাপারে মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন জানান, যমুনেশ্বরী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। মনে করা হচ্ছে লাশটি উজান থেকে ভেসে এসেছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তারপরেও তদন্ত চলছে। ###