বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনিয়ম পাওয়ায় ৭ প্রতিষ্ঠান বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন অনিয়মের কারণে রাজধানীর মোহাম্মদপুর মুক্তিযোদ্ধা টাওয়ারে ৬টি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার এবং ১টি ব্লাড ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানগুলো হলো- প্রাইম অর্থোপেডিক ও জেনারেল হসপিটাল এ্যান্ড ডিজিটাল ডায়গনস্টিক সেন্টার; ঢাকা হেলথ কেয়ার হসপিটাল; রিমেডি কেয়ার লিমিটেড; লাইফ কেয়ার জেনারেল হসপিটাল, যমুনা জেনারেল হসপিটাল; রয়াল মাল্টিকেয়ার স্পেশালটি হসপিটাল ও রাজধানী ব্লাড ব্যাংক এ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি (২৮ জুলাই) এসব প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে গিয়ে নানাবিধ অনিয়ম পায় স্বাস্থ্য অধিদপ্তর। প্রাপ্ত অনিয়মের ভিত্তিতে অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন সাপেক্ষে প্রতিষ্ঠানগুলোর সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করার পাশাপাশি কেনো তাদের লাইসেন্স বাতিল হবে না, মর্মে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়।

প্রতিষ্ঠানগুলোর অনিয়মগুলো হলো-

প্রাইম অর্থোপেডিক ও জেনারেল হসপিটাল এ্যান্ড ডিজিটাল ডায়গনস্টিক সেন্টার

১. বিএমডিসি সনদ প্রাপ্ত কোন এমবিবিএস চিকিৎসক কর্মরত পাওয়া যায়নি।

২. পর্যাপ্ত সংখ্যক নার্স কর্মরত পাওয়া যায়নি।

৩. ল্যাব টেকনোলজিস্ট পাওয়া যায়নি।

৪. রোগীদের নিকট থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের থেকে অধিক মূল্য রাখার প্রমাণ পাওয়া যায়।
ঢাকা হেল্থকেয়ার হসপিটাল

১. পর্যাপ্ত সংখ্যাক চিকিৎসক ও নার্স কর্মরত পাওয়া যায়নি।

২. প্রয়োজন ছাড়া শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে আইসিইউতে রোগী রেখে অনৈতিক প্র্যাকটিসের প্রমাণ পাওয়া গিয়েছে।

৩. রোগীদের নিকট থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের থেকে অধিক মূল্য রাখার প্রমাণ পাওয়া যায়।
রিমেডি কেয়ার লিমিটেড

১. হালনাগাদ লাইসেন্স ছাড়াই ক্লিনিকটি অবৈধভাবে পরিচালিত হচ্ছে।

২. আইসিইউ সর্বস্ব হাসপাতাল বানিয়ে শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে দালালের সহায়তায় হাসপাতালটি পরিচালিত হচ্ছে।

৩. বর্জ্য ব্যবস্থাপনা ও সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা (আইডিসি) খুবই অসন্তোজনক।
লাইফ কেয়ার জেনারেল হসপিটাল

১. হালনাগাদ লাইসেন্স ছাড়াই ক্লিনিকটি অবৈধভাবে পরিচালিত হচ্ছে। ২. বর্জ্য ব্যবস্থাপনা ও সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা (আইডিসি) খুবই অসন্তোজনক।

যমুনা জেনারেল হসপিটাল

১. একই আইসিইউতে একই সঙ্গে করোনা এবং সাধারণ রোগীর চিকিৎসা করা হচ্ছে।

২. সরকার নির্ধারিত মূল্যের থেকে অধিক মূল্যে অক্সিজেন বিল করা হচ্ছে।

৩. বর্জ্য ব্যবস্থাপনা ও সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা (আইডিসি) খুবই অসন্তোজনক।
রয়াল মাল্টিকেয়ার স্পেশালটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

১. পর্যাপ্ত সংখ্যাক চিকিৎসক ও নার্স কর্মরত পাওয়া যায়নি।

২. রোগীদের নিকট থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের থেকে অধিক মূল্য রাখার প্রমাণ পাওয়া যায়।

৩. বর্জ্য ব্যবস্থাপনা ও সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা (আইডিসি) খুবই অসন্তোজনক।
রাজধানী ব্লাড ব্যাংক এন্ড টান্সফিউশন সেন্টার

১. বিএমডিসি সনদ প্রাপ্ত কোন এমবিবিএস চিকিৎসক কর্মরত পাওয়া যায়নি। ২. নার্স, ব্লাড কালেকশন টেকনোলজিস্ট এবং ল্যাব এটেন্ডেন্ট পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর