শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরিসংখ্যানে পেরুর চেয়ে কতটুকু এগিয়ে ব্রাজিল?

news-image

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে পেরুর মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৫টায় রিও ডি জেরিরোর নিল্তন সানে্তাস স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। পেরুর সঙ্গে বরাবরই ফেভারিট ব্রাজিল।পরিসংখ্যানও সেই কথাই বলে।

ব্রাজিল-পেরু এ পর্যন্ত মোট ৪৯ বার মুখোমুখি হয়েছে। এতে ৩৫ বারই জিতেছে ব্রাজিল। অন্যদিকে পেরুর জয় মাত্র ৫টিতে। বাকি ৯টি ম্যাচ ড্র হয়েছে।

চলতি কোপা আমেরিকাতেও দেখা হয়েছে দুদলের। সেই লড়াই ৪-০ গোলে জিতেছিল ব্রাজিল। মঙ্গলবার ভোরের ম্যাচেও তাই ফেভারিট হিসেবেই মাঠে নামবে সেলেসাওরা। এই ম্যাচে ব্রাজিলের আটলাটিকো মাদ্রিদ ডিফেন্ডার ফিলিপকে নিয়ে শঙ্কা রয়েছে। হাঁটুর ইনজুরিতে রয়েছেন তিনি। এছাড়া লাল কার্ড খাওয়ার কারণে সেমিতে দেখা যাবে না গেব্রিয়েল জেসুসকে।