শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তালেবানদের ভয়ে একদিনেই পালাল তিনশো আফগান সেনা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ও মিত্র সেনারা আফগানিস্তান ছাড়তে শুরু করার ফলে সে দেশে আরো শক্তিশালী হয়ে উঠছে তালেবান। এরই মধ্যে আফগানিস্তানের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কান্দাহার দখলে নিয়েছে তালেবানরা।

সে দেশের ৪২১টি জেলার প্রায় এক তৃতীয়াংশই এখন তালেবানদের নিয়ন্ত্রণে। একের পর এক এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে তারা।

তালেবানের উত্থানের মুখে বহু জায়গায় বিনা প্রতিরোধে মাঠ ছাড়ছে সেনাবাহিনীর সদস্যরা। গত শনিবার একদিনেই প্রতিবেশী তাজিকিস্তানে আশ্রয় নিয়েছে আফগান বাহিনীর তিন শতাধিক সদস্য।

তাজিকিস্তান কর্তৃপক্ষ বলছে, তালেবান যোদ্ধারা সীমান্তের দিকে অগ্রসর হলে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আফগানিস্তানের বদখশান প্রদেশের তিন শতাধিক সেনাসদস্য সীমানা অতিক্রম করে তাজিকিস্তানে প্রবেশ করেছে।

মানবতা এবং সুপ্রতিবেশীর নীতির আলোকে তাদের প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা।
সূত্র: আল-জাজিরা