শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ব্যাট হলো প্রতিবেশির বউ’ বলে ক্ষমা চাইলেন কার্তিক

news-image

স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেই ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান দিনেশ কার্তিকের ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হয়েছে। দুর্দান্ত বিশ্লেষণধর্মী কমেন্ট্রি করে ক্রিকেট বিশ্বে বেশ আলোচনার সৃষ্টি করেছেন। তাকে বলা হচ্ছে ধারাভাষ্য দুনিয়ার ‘নেক্সট বিগ থিং’। এমন সুসময়ে হুট করে তিনি জড়িয়ে পড়লেন বিতর্কে। ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তিনি বলে ফেলেছিলেন, ‘ব্যাট হলো প্রতিবেশীর স্ত্রীর মতো। অন্যেরটাই ভালো লাগে।’

এরপর থেকে কার্তিকের তীব্র সমালোচনা করছেন কিছু নারীবাদী। কার্তিক আসলে বোঝাতে চেয়েছিলেন যে, ‘অধিকাংশ ব্যাটসম্যান নিজের ব্যাটের বদলে অন্যের ব্যাট নেয়।’ কিন্তু এই ব্যাখ্যা কেউ মানতে রাজী নয়। বরং কার্তিকের মতো একজন ক্রিকেটারের কাছ থেকে যে এমন বক্তব্য অনভিপ্রেত বলে মন্তব্য করা হচ্ছে। সেইসঙ্গে কার্তিকের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবিও উঠেছে। আবার অনেকের মতে, সামান্য রসিকতা ঘিরে এতটা সিরিয়াস হওয়া উচিত নয়। অবশেষে ঘটনার জন্য ক্ষমাই চাইলেন দিনেশ কার্তিক।

শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে চলাকালীন স্কাই স্পোর্টসের কমেন্ট্রি বক্সে গিয়ে দিনেশ কার্তিক বলেন, ‘গত ম্যাচে যা ঘটেছে তার জন্য ভীষণভাবে দুঃখিত। আমার কথা যে মানে বের করা হচ্ছে, সেটা মোটেও অভিপ্রায় ছিল না। এটা স্রেফ ভুল বোঝাবুঝি। আমি কোনো ভুল করে থাকলে সবার কাছে দুঃখ প্রকাশ করছি। অবশ্যই এরকম বলা উচিত হয়নি আমার। এরকম মন্তব্যের জন্য স্ত্রী এবং মায়ের কাছেও বকা হজম করেছি। এরকম ঘটনা আর ঘটবে না।’