রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পেঁয়াজের হাট

news-image

ফরিদপুর প্রতিনিধি : সারা দেশে আজ সোমবারথেকে শর্তসাপেক্ষে লকডাউন চলছে। এছাড়াও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভাঙ্গা পৌরসভায় গত ২০ জুন সাতদিনের জন্য কঠোর বিধি নিষেধ জারি করে গণবিজ্ঞপ্তি জারি করেছিল স্থানীয় প্রশাসন।

আজ সোমবার ভাঙ্গা হাটের দিনে প্রশাসনের অনুমতি নিয়ে ভাঙ্গা খাদ্যগুদামের সামনে পেঁয়াজের হাট বসে। ভোর থেকেই হাটে শত শত লোকের ভিড় হয়। অধিকাংশের মুখে মাস্ক ছিল না। স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। সকাল সাতটায় দিকে ভাঙ্গা থানা পুলিশ এসে স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগে হাটে আসা লোকজনের উপর লাঠি চার্জ করে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, ‘পেঁয়াজ একটি নিত্য প্রয়োজনীয় পচনশীল দ্রব্য হওয়ায় সরকারি নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে পেঁয়াজ হাটের অনুমতি ভাঙ্গা খাদ্যগুদামের সামনের জায়গায় দিয়েছিলাম। এ হাট সকাল ৮টার মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা।’

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান বলেন, ‘নিয়ম অনুযায়ী হাট স্কুল বা কলেজ মাঠে বা খোলা জায়গায় বসার কথা। ঐ জায়গায় বসার কথা নয়। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতির বিষয়টি আমার জানা নেই। স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ায় পুলিশ কঠোর হয়েছে।’