সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কাদের মির্জার অনুসারী গুলিবিদ্ধ; বাদলসহ ৮৫ জনের নামে মামলা

news-image

নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের উপর গুলির ঘটনায় সেতুমন্ত্রীর দুই ভাগ্নে ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ ৮৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী শংকর চন্দ্র ভৌমিক জানান, মঙ্গলবার দুপুর ১২টায় নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেহ উদ্দিন মিজানের ২ নম্বর আমলি আদালতে মামলাটির ওপর শুনানি করে। শুনানি শেষে বিচারক মামলাটি নোয়াখালী পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোকে (পিবিআই) তদন্তক্রমে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টায় আদালতে অভিযোগটি দায়ের করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকরা ইউনিয়নের বাসিন্দা কাদের মির্জার অনুসারী দেলোয়ার হোসেন সুজন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী শংকর চন্দ্র ভৌমিক আরো জানান, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের মুখপাত্র, সেতুমন্ত্রীর ভাগ্নে মাহবুবুর রশিদ মঞ্জুকে প্রধান, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে মামলায় দ্বিতীয় আসামি, সেতুমন্ত্রীর ভাগ্নে ফখরুল ইসলাম রাহাতকে তৃতীয় আসামি, চরকাঁকড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফকে চতুর্থ আসামিসহ ৮৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে মামলাটি দায়ের করা হয়।

প্রসঙ্গত, গত ২৯ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসুরহাট পৌরসভার ৯ নস্বর ওয়ার্ডের হড়াইন্নাগো বাড়ির সামনের সড়কে কাদের মির্জার ও প্রতিপক্ষের অনুসারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় কাদের মির্জার ৭ অনুসারী গুলিবিদ্ধ হয় বলে জানা যায়। তবে প্রথমে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ৬ জন গুলিবিদ্ধ হয় বলে জানানো হয়।অপরদিকে, বিভিন্ন সমাবেশে বক্তৃতাকালে কাদের মির্জা দাবি করেন এই ঘটনায় তার ১৫ জন অনুসারী গুলিবিদ্ধ হয়।

এ জাতীয় আরও খবর

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?

ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায় : দীপু মনি

ভোটাররা রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ায় উপস্থিতি কম: ইসি আলমগীর

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি