রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

তিন দিনে সড়কে প্রাণ গেল ২৫ জনের

news-image

ডেস্ক রিপোর্ট : ঈদের দিন এবং তার পরের দু’দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ২৫ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে নারায়ণগঞ্জে দু’জন, টাঙ্গাইলে দু’জন, সিলেটে দু’জন, বগুড়ায় দু’জন, ঢাকার ধামরাইয়ে তিনজন, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দু’জন, গোপালগঞ্জে পাঁচজন, সিরাজগঞ্জে দু’জন, গাইবান্ধা, খুলনা, ঝিনাইদহ, মেহেরপুর এবং নড়াইলে একজন করে নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন।

ব্যুরো ও প্রতিনিধিদের খবরে বিস্তারিত:

সিলেট: রোববার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার সাত মাইল এলাকায় প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলেসহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দম্পতি আহত হয়েছেন। নিহতরা হলেন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শ্রীকৃষ্ণপুরের গোপেশ রায়ের স্ত্রী বিউটি রায় ও তার দুই বছরের ছেলে গৌরব রায়। আহত হয়েছেন প্রাইভেটকারের যাত্রী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. খায়রুল বাশার, তার স্ত্রী ডা. খালেদা বাশার ও ছেলে সাদ বাশার।

দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, চালকের পাশে বাসের সামনের সিটে ছেলেকে নিয়ে বসেছিলেন বিউটি রায়। প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে বাসের গ্লাস ভেঙে ছিটকে রাস্তায় পড়ে যান তারা।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ): আড়াইহাজারে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মো. মহিউদ্দিন (৪৮) নামে পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার সকালে বড় বিনাইরচর মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়ক ৬ ঘণ্টা অবরোধ করে রাখেন। দায়ী ব্যক্তির শাস্তি এবং অবৈধ অটোরিকশা বন্ধের দাবিতে তারা রাস্তায় গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। নিহত মহিউদ্দিনের বাড়ি বড় বিনাইরচর গ্রামে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, বড় বিনাইরচর মাদ্রাসা-সংলগ্ন দোকানের সামনে দাঁড়িয়ে আম পাড়া দেখছিলেন মহিউদ্দিনসহ কয়েকজন। এ সময় অটোরিকশাটি তাদের চাপ দিলে মহিউদ্দিন নিহত হন।

এদিকে, ফতুল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস বুড়িগঙ্গা নদীতে পড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা এক গৃহবধূ ও তার শিশুসন্তান।

বগুড়া: ঈদের দিন শহরের বারবাকপুর এবং বিকেলে শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় মিলন চন্দ্র প্রামাণিক (২৫) ও নুরুন্নবী (২৩) নামে দু’জন নিহত হয়েছেন। এর মধ্যে শুক্রবার দুপুরে শহরের বারবাকপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মিলন চন্দ্র নিহত হন। আর সরকারি আজিজুল হক কলেজের অনার্সের ছাত্র নুরুন্নবী মহাসড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে নিহত হন। তিনি শাজাহানপুর উপজেলার সাজাপুর কাগজীপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে।

ধামরাই (ঢাকা): ধামরাইয়ে ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে রাস্তার পাশে ইটের স্তূপে ধাক্কা লেগে চাচাতো-জ্যাঠাতো দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হচ্ছে নীলফামারীর জলঢাকা উপজেলার কৈইবাড়ি পাটোয়ারাপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে সাব্বির হোসেন সিয়াম (১৩), তার চাচাতো ভাই ইমরান হোসেন (১৭)। আহত হয়েছে তাদের আরেক ভাই বাইজিদ হোসেন (১৫)। তারা পরিবারের সঙ্গে ধামরাইয়ের কুমড়াইল ও যাদবপুর এলাকায় থাকত। অপরদিকে ধামরাইয়ের বাস্তা গ্রামের আব্দুর রাজ্জাক (২২) শনিবার পদ্মা সেতু দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হন।

গোপালগঞ্জ: পৃথক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে শনিবার রাতে অজ্ঞাত গাড়িরচাপায় গোপালগঞ্জ শহরের বাইপাস সড়কে অবসরপ্রাপ্ত সেনাসদস্য বেলায়েত গাজী (৫৫) নিহত হন। তার আগে বিকেলে সদর উপজেলার পাথালিয়া এলাকায় প্রাইভেটকার খাদে পড়ে মা মরিয়ম বেগম (৬০) ও ছেলে মহিদুল মোল্লা (৩৫) নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন মহিদুলের স্ত্রী-সন্তানসহ আরও ছয়জন। এ ছাড়া ঈদের আগের দিন ভেন্নবাড়ি এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রাসেল মোল্লা (৩৫) ও তার স্ত্রী হাজেরা বেগম (৩০) নিহত হয়েছেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

এ ছাড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে মরিয়মনগর ডিসি সড়কের লালানগর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার রাজাভুবন ফুলবাগিচা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাহেদুল ইসলাম (১৭) এবং রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি এলাকার উজ্জ্বল বড়ুয়া (৫০)। টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গতকাল সড়ক পারাপারের সময় সিএনজির ধাক্কায় বাবুল হোসেন বাবু মিয়া (৭০) একজন এবং অটোরিকশার চাকায় ওড়না প্যাঁচিয়ে তাসলিমা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। গাইবান্ধার পলাশবাড়ীতে শনিবার রাতে আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে করে ফেরার পথে বাসচাপায় সোহেল মিয়া (৩০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী ও শিশুসন্তান।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তবারিয়া এলাকায় বুধবার রাতে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় পলাশী রানী নামে এক নারী এবং বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু পশ্চিম থানা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ে এক যুবক মারা গেছেন। খুলনার ফুলতলা উপজেলায় রোববার দুপুরে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে আবু তাহের নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। ঝিনাইদহের কোটচাঁদপুরে শুক্রবার বাসচাপায় রাকিব নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন তাহাজ আলী (৪৫) নামে এক ব্যক্তি। নড়াইলে আনন্দ ভ্রমণে বের হয়ে নছিমন উল্টে ওবায়দুল ভূঁইয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?

ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায় : দীপু মনি

ভোটাররা রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ায় উপস্থিতি কম: ইসি আলমগীর

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি