রবিবার, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশফেরতদের কোয়ারেন্টাইনে থাকার সময়ও কমল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদেশফেরতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সময় কমিয়েছে সরকার। এখন থেকে ১৪ দিনের পরিবর্তে ৫ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। আর যারা করোনার টিকার দুই ডোজ সম্পন্ন করেছেন তারা বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকলেই চলবে।

বৃহস্পতিবার রাতে আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এসব সিদ্ধান্ত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, যারা বাড়িতে কোয়ারেন্টাইনে থাকবেন তাদের কোয়ারেন্টাইন স্থানীয় প্রশাসন নিশ্চিত করবে। যাদের করোনা ভ্যাকসিনের একটি ডোজ নেওয়া আছে এবং করোনা নেগেটিভ সার্টিফিকট রয়েছে তাদের ৩ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে। তাদের দেশে প্রবেশের পর করোনা পরীক্ষা করানো হবে। তাতে নেগেটিভ রিপোর্ট এলে বাকি ১১ দিন বাড়িতে গিয়ে কোয়ারেন্টাইনে থাকবেন।