শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলা থেকে দিদি বিদায় নিচ্ছে : নরেন্দ্র মোদি

news-image

অনলাইন ডেস্ক : বাংলা থেকে দিদি বিদায় নিচ্ছে। বাংলায় আসল পরিবর্তন আসছে। এবার ভয় নয়, শুধু জয়। পশ্চিমবাংলায় একুশের বিধানসভা ভোটের নির্বাচনী প্রচারে এসে বৃহস্পতিবার পশ্চিমবাংলার পুরুলিয়ায় জনসভা থেকে এভাবেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের এখন দিন গোনার পালা। বাংলার গদি ছাড়তে হবে তাদের। মোদি এদিন মমতার পায়ে চোট লাগা প্রসঙ্গে বলেন, ভারতের কোটি কোটি নারীর মতোই দিদিও ভারতের একজন নারী। যাদের সম্মান করা আমাদের সংস্কারে আছে। এই জন্যই দিদির যখনই চোট লাগে তখনই চিন্তিত হই। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, দিদি শিগগিরই সুস্থ হয়ে উঠুন।

মোদি বলেন, পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে দিদি বলে খেলা হবে, বিজেপি বলে চাকরি হবে। দিদি বলে খেলা হবে, বিজেপি বলে শিক্ষা হবে। দিদি বলে, খেলা হবে, বিজেপি বলে, বিকাশ হবে। বাংলায় অনেক অত্যাচার করেছো দিদি, এবার মা দুর্গার আর্শিবাদে তোমাকে পরাস্ত হতে হবে। বাংলায় এবার তেলবাজদের পরাজয় ঘটবে। মোদি বলেন, বাংলা থেকে দিদি বিদায় নিচ্ছে। বাংলায় আসল পরিবর্তন আসছে।

পশ্চিমবাংলাকে কুশাসন থেকে মুক্ত করার সময় আসছে। পশ্চিমবঙ্গের পুলিশকে অনুরোধ করব, আপনারা গণতন্ত্রের উপর ভরসা রাখুন। এই বাংলায় কাটমানি, সিন্ডিকেটের কোনও স্থান হবে না। অপরাধীরা জেলে যাবে। দিদির চালচোরেরা খেলা চালাতে থাকুক, কিন্ত আমরা চাইলেই খেলা শেষ হয়ে যাবে। বাংলায় চুরির খেলা আর চলবে না। পশ্চিমবাংলা জুড়ে তোষনের রাজনীতি চলছে বলেও অভিযোগ করেন মোদি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনুপ্রবেশ নিয়ে তোষণের রাজনীতি চালিয়েছেন মমতা। সেই তোষনের রাজনীতি আর বাংলায় চলবে না। লোকসভা ভোটে বাংলা থেকে তৃণমূল হাফ হয়েছে, এবারে সাফ হয়ে যাবে। সোনার বাংলা তৈরি হবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

ডিম-পেঁয়াজ-আলুর দাম কমেছে: বাণিজ্য মন্ত্রণালয়

স্বামী হিসেবে শাহরুখ কেমন জানালেন গৌরী

মানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির আদর্শ: আমীরে জামায়াত

সংবিধান বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখা হয়েছে: উপদেষ্টা নাহিদ

কেন ক্ষমতা ছেড়ে এক মিনিটও থাকতে পারলো না আ. লীগ

শান্তিতে নোবেল জয়ে নিহন হিডাঙ্কিওকে অভিনন্দন জানাল ড. ইউনূস

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বহাল রাখতে পারে বাংলাদেশ

পদ্মা-মেঘনায় ২২ দিন ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ

ডিমের দাম বৃদ্ধি, সেটা কারসাজি: উপদেষ্টা ফরিদা আখতার

‘সার্বভৌমত্ব রক্ষা’ করতে প্রস্তুত ইরান

ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিলে কঠোর ব্যবস্থা: র‌্যাব ডিজি

শান্তিতে নোবেল জিতলো জাপানি সংস্থা নিহন হিডানকিও