আরব-ইসরাইল সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ ট্রাম্প জামাতার
আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার বলেছেন, সৌদি আরব ও ইসরাইলের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক দৃশ্যমান। আরব-ইসরাইল সংঘাতের সর্বশেষ চিহ্নটুকুই আমরা দেখছি। তিনি আরব-ইসরাইল সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ দেন।
রোববার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক নিবন্ধে পররাষ্ট্রনীতিতে ট্রাম্প প্রশাসনের সফলতার বর্ণনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন। তার ভাষ্য, আরব-ইসরাইলের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছে, সেটি আগ্রাসীভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত।
মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোর সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের সম্পর্ক স্থাপন চেষ্টা অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানান ট্রাম্পের সাবেক এই উপদেষ্টা।
কুশনার বলেন, ওমান, কাতার ও মৌরতানিয়াও ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কাছাকাছি অবস্থানে চলে গিয়েছিল। মৌরতানিয়ার সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক আগেও ছিল। কিন্তু ২০০৯ সালে ইসরাইলের গাজা অভিযানের পর সেই সম্পর্ক ছিন্ন করে দেশটি।
তিনি জানান, নিজের আকাশপথ দিয়ে ইসরাইলি বিমান চলাচলের সুযোগ করে দিয়ে সৌদি আরবও সম্পর্ক গড়ার দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল। সেনেগালের রাজধানী ডাকার র্যালিতে ইসরাইলি রেইসিং দলকেও অংশগ্রহণের সুযোগ করে দিয়েছিল রিয়াদ।
‘ইসরাইল তাদের শত্রু নয় বলে মনে করতে শুরু করেছিল সৌদি নাগরিকেরা। ইসরাইলের সঙ্গে সম্পর্ক সৌদি আরবের জাতীয় স্বার্থ। বাইডেন প্রশাসন চাইলে তা এগিয়ে নিতে পারে।’
আরব শান্তি উদ্যোগের প্রতি অঙ্গীকারাবদ্ধ থাকার কথা জানিয়ে আসছে সৌদি আরব। এতে ১৯৬৭ সালের সীমান্ত মেনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠান বিনিময়ে ইসরাইলকে স্বীকৃতির কথা রয়েছে।