রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যবসায়ীর ফেলে যাওয়া ১৮ লাখ টাকা উদ্ধার করে দিল পুলিশ

news-image

অনলাইন ডেস্ক : গত ৮ মার্চ রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ভাটারা থানাধীন কোকাকোলা মোড় থেকে এক গাড়ি ব্যবসায়ী সঙ্গে ১৮ লাখ টাকা ও একজন সহকারীকে নিয়ে রিকশায় চড়ে বাসায় ফিরছিলেন। কোকাকোলা এলাকার ঢালীবাড়ী পৌঁছে টাকার ব্যাগটি ভুলে রিকশা রেখে নেমে যান।

ওই গাড়ি ব্যবসায়ী বাসার গেটে যাওয়ার পর মনে পড়ে তিনি টাকার ব্যাগ রিকশায় ফেলে এসেছেন। দ্রুত দৌঁড়ে গিয়ে যেখানে তিনি নেমেছিলেন, ওই স্থানের আশেপাশে কোথাও রিকশাচালককে খুঁজে পাননি। ব্যাগটিতে গাড়ি বিক্রির ১৮ লাখ টাকা ছিল। উপায় না পেয়ে ভুক্তভোগী ব্যবসায়ী পুলিশের দারস্থ হন। ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি)।

জিডিতে ব্যবসায়ী বলেন, হারিয়ে যাওয়া ব্যাগটিতে ১৮ লাখ টাকা রয়েছে। এসব টাকা তার নিজের শো রুমের গাড়ি বিক্রির।

বুধবার সন্ধ্যায় ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান যুগান্তরকে এসব তথ্য জানিয়েছেন।

ওসি বলেন, ওই ব্যবসায়ীর জিডি পরই আমরা পুরো এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখি। ফুটেজে দেখা যায়, ওই ব্যবসায়ী রিকশা থেকে নামার সময় টাকার ব্যাগটি রিকশাতেই রেখে যান। ব্যাগটি যে যাত্রী রেখে গেছেন সেটি ওই রিকশাচালকও জানতেন না। ওই সময় চালক পুনরায় চালাতে শুরু করলে রিকশা থেকে ব্যাগটি পড়ে যায়। তখন ফুটেজে দেখা যায়, ওই ব্যাগটির ওপর দিয়ে কয়েকটি রিকশা গেছে, কিন্তু কেউ তুলেনি। পরে আরেকজন রিকশাচালক এসে ব্যাগটি তুলে দেখেন ভেতরে টাকা। এই টাকা ফুটেজেও দেখা যাচ্ছিল। তারপর টাকার ব্যাগটি নিয়ে ওই রিকশাচালক সোজা চলে যান।

ওসি বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে রিকশার নাম্বার প্লেট দেখে কয়েকটি ভাটারা এলাকায় সবক’টি গ্যারেজে খোঁজ করি। সেখানে মো. ইউনুস নামের ওই রিকশা চালককে শনাক্ত করতে পারি আমরা। এরপর তাকে পেতে অভিযান শুরু করা হয় বিভিন্ন জায়গায়। কিন্তু পাওয়া যাচ্ছিল না। পরদিন মঙ্গলবার রাতে আমরা ১০০ ফিটের দিকে অভিযান চালালে সেখানে ওই রিকশাচালককে পেয়ে যাই।

ওসি বলেন, রিকশাচালক ইউনুসকে পেয়ে তাকে খোঁজার বিষয়টি বলতেই তিনি বলেন, আমার কাছে টাকা আছে। আমি মালিককে খুঁজছি। কিন্তু পাচ্ছি না। এরপর আমরা ইউনুসকে নিয়ে তার হেফাজতে থাকা টাকাগুলো উদ্ধার করি এবং তাকেসহ টাকাগুলো থানায় নিয়ে আসি। পরে থানায় ওই ব্যবসায়ীর হাতে টাকাগুলো তুলে দিই। এ সময় ওই ব্যবসায়ী খুশি হয়ে রিকশাচালক ইউনুসকে ৫০ হাজার টাকা উপহার হিসেবে দেন।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩