বেশি সময় ঘরে থাকার পরও জন্মহার কমছে যুক্তরাষ্ট্রে
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩২টির পরিসংখ্যানে দেখা যায়, ২০২০ সালের জাতীয় জন্মহার ৪ শতাংশের বেশি কমে গেছে
কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালে মানুষকে ঘরে থাকতে হয়েছে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশে জন্মহারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। কিন্তু ব্যতিক্রম যুক্তরাষ্ট্র। দেশটিতে মহামারিকালেও জন্মহার নিম্নমুখী।
শুক্রবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ৩৫ বছরের মধ্যে ২০১৯ সালে দেশটিতে জন্মহার ছিল সর্বনিম্ন। তবে ২০২০ সালে যুক্তরাষ্ট্রে জন্মহার আরও কম হতে পারে। গবেষণায় এমন আভাস পাওয়া যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের ২০২০ সালের জন্মহারের সরকারি তথ্য পেতে আরও সময় লাগবে। তবে দেশটির ৩২টি অঙ্গরাজ্যের জন্মহারের পরিসংখ্যান সংকলন করেছে সিবিএস নিউজ। এতে দেখা যায়, ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে যুক্তরাষ্ট্রে ৯৫ হাজার শিশু কম জন্ম নিয়েছে।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩২টির পরিসংখ্যানে দেখা যায়, ২০২০ সালের জাতীয় জন্মহার ৪ শতাংশের বেশি কমে গেছে।
গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশন এক গবেষণার আলোকে আভাস দিয়েছে, ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ৩ লাখ শিশু কম জন্ম নিতে পারে।
জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অনেক জুটি (নারী-পুরুষ) করোনাকালে সন্তান গ্রহণ বিলম্বিত করছে। শারীরিক সম্পর্কে কম আকৃষ্ট হচ্ছে। সন্তান কম চাচ্ছে। এর কারণ, করোনা মহামারি ও তার অর্থনৈতিক ক্ষতি।
ব্রুকিংস ইনস্টিটিউশনের গবেষণার লেখক মেলিসা কার্নে ও ফিলিপ লেভিন বলেন, যখন শ্রমবাজার দুর্বল থাকে, তখন জন্মহার কমে। আবার যখন শ্রমবাজারের উন্নতি হয়, তখন জন্মহারও বাড়ে।