মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ডমিঙ্গোর পরিকল্পনায় মোস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : কোনো রাখঢাক না রেখেই বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এক বছর আগে বলেছিলেন, টেস্টের জন্য মোস্তাফিজুর রহমান তার পরিকল্পনায় নেই। সাদা পোশাকে খেলতে হলে মোস্তাফিজকে স্কিলের উন্নতি করতে হবে বলেও জানিয়ে দেন। বলেন, ডানহাতি ব্যাটসম্যানের জন্য বল ভেতরে ঢোকানো শিখতে না পারলে টেস্টের জন্য বিবেচিত হবেন না ফিজ।

তা ‘কাটার মাস্টার’ খ্যাত পেসারকে নিয়ে দক্ষিণ আফ্রিকান কোচের মনোভাব এখন কেমন?

সোমবার ডমিঙ্গো বলেন, ‘বেশ কয়েক মাস আগে আমি মনে হয় বলেছিলাম, ডানহাতি ব্যাটসম্যানদের জন্য বল ভেতরে আনতে না পারলে মোস্তাফিজ টেস্টে ভুগবে। গত ৮-৯ মাসে সে আমাদের বোলিং কোচের সঙ্গে অনেক কাজ করেছে। ও কঠোর পরিশ্রম করেছে শেপ পেতে, সাদা বলে তার পারফরম্যান্স দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে সে এটি করতে পারছে। ওখনো শতভাগ ধারাবাহিক নয়, তবে তার শেপ পাওয়ার ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বুধবার শুরু হতে যাওয়া প্রথম টেস্টের একাদশে তাই বিবেচনায় আছেন মোস্তাফিজও, ‘সে অভিজ্ঞ ও দারুণ একজন পারফরমার। বাঁহাতি পেসার যেহেতু, বৈচিত্র্যও যোগ করে দলে। ডানহাতি ব্যাটসম্যানদের জন্য সে অফ স্টাম্পের বাইরে কিছু ক্ষত সৃষ্টি করতে পারে, যা আমাদের অফ স্পিনারদের কাজে লাগতে পারে। অবশ্যই এই টেস্টের জন্য ভালো একজন বিকল্প সে।’

মোস্তাফিজ সবশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালের মার্চে নিউজিল্যান্ড সফরে। এরপর নানা সময়ে স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি। তবে করোনা পরবর্তী সময়ে ঘরোয়া ক্রিকেট ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মোস্তাফিজকে দেখা গেছে দারুণ ছন্দে।

সবকিছু মিলে মোস্তাফিজে মুগ্ধ ডমিঙ্গো, ‘খুব ভালো অনুশীলন করেছে সে। দারুণ ফিট এখন। তার প্রাণশক্তি দারুণ। স্কিলে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। গত কয়েক মাসের উন্নতির পর, ভবিষ্যতের জন্যও আমাদের টেস্ট দলের অংশ হিসেবে তাকে দেখছি নিশ্চিতভাবেই।’

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে গর্তে মিলল দুই শিশুসহ তিনজনের মরদেহ

দ্বিতীয় ধাপে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে : সিইসি

আজিজের ওপর নিষেধাজ্ঞা ভিসানীতির অধীনে নয় : পররাষ্ট্রমন্ত্রী

মাঝ আকাশেই সিঙ্গাপুরগামী বিমানে প্রবল ঝাঁকুনি, নিহত ১

উপজেলা নির্বাচনেও জনগণের সায় নেই : মির্জা ফখরুল

রাইসির জানাজায় লাখো মানুষের ঢল

দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

১৮২ কোটি ৪০ লাখ টাকার সয়াবিন তেল কিনবে সরকার

বুধবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি

রাইসির স্মরণে নিরাপত্তা পরিষদে এক মিনিট নীরবতা, ক্ষুব্ধ ইসরায়েল

ওপেনিংয়ে লিটন নাকি সৌম্য, যুক্তরাষ্ট্রের একাদশে কারা

নাশকতার মামলায় জামায়াত নেতা আজহারের কারাদণ্ড