শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শাকিবের সিনেমা নিয়ে প্রতারণার অভিযোগ

news-image

বিনোদন ডেস্ক : শাকিব খান ও মাহিয়া মাহি অভিনীত নতুন সিনেমা ‘নবাব এলএলবি’। সিনেমাটি মুক্তির আগে পরিচালক অনন্য মামুন ঘোষণা দিয়েছিলেন, মাত্র ৯৯ টাকায় ঘরে বসেই সিনেমাটি দেখতে পাবেন দর্শক। কিন্তু মুক্তির পর দর্শকরা প্রতারণার অভিযোগ তুলেছেন। এ নিয়ে দারুণ ক্ষুব্ধ তারা। কেউ কেউ মামলা করার হুমকিও দিয়েছেন।

মূল ঘটনা হলো—‘নবাব এলএলবি’ সিনেমাটি দেখার জন্য দর্শক ৯৯ টাকা ব্যয়ে সাবসক্রাইব করেছেন। কিন্তু সেখানে পুরো সিনেমাটি দেখতে পাচ্ছেন না তারা। ফলে দর্শকদের কেউ কেউ প্রতারণার অভিযোগে তুলেছেন পরিচালক-প্রযোজকদের বিরুদ্ধে। শুধু তাই নয়, ভোক্তা অধিকার আইনে মামলা করা যায় কিনা, সেই পথও খুঁজেছেন তারা।

রিয়াদ নামে একজন ফেসবুকে লিখেছেন—‘ফাইজলামি শুরু করছেন, টাকা নিয়ে ছবি এক পার্ট দিছেন, আরেক পার্ট ১৫ দিন পর। এ জন্যই তো দেশের কোনো কিছুর উপর মানুষ ভরসা পায় না। আপনি না পারলে ১৫ দিন পরই পুরো ছবি রিলিজ দিতেন। আপনার অ্যাপই আনইন্সটল করে দিলাম, ফাউল!’

মিফতাহ উদ্দিন নামে এক দর্শক লিখেছেন—‘নবাব এলএলবি’ দুই খণ্ডে মুক্তি নিয়ে পরিচালক অনন্য মামুনের এই কাজ সমর্থন করি না। আগে থেকে জানানো উচিত ছিল। দর্শকদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চাইলে তা করতে দেব না। একটা সিনেমার বাকি অংশ দেখার জন্য কেউ এত দিন অপেক্ষা করবে না। মানুষের এত সময় নেই। প্রয়োজনে ভোক্তা অধিকার আইনে অভিযোগ করব, যাতে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। সবার উদ্দেশ্যে বলতে চাই, এমন প্রতারণাকারীদের সবাই বর্জন করি। সিনেমাপ্রেমীদের ইমোশন, অর্থ নিয়ে খেলার সাহস তাকে কে দিয়েছে?’

মাসুম নামে এক দর্শক লিখেছেন—‘অনেক আশা নিয়ে নবাব এলএলবি সিনেমাটা দেখার অপেক্ষায় ছিলাম। কিন্তু অর্ধেক সিনেমা দেখিয়ে মেজাজ খারাপ করে দিলো! এখন বাকি অর্ধেক দেখাবে ১ জানুয়ারি। এটা কোনো কথা! ফাইজলামির একটা লিমিট থাকা দরকার। মানুষ এমনিতেই বাংলা সিনেমা দেখে না। তার ওপর আবার এমন ভণ্ডামি সহ্য করা যায় না।’

শাকিল নামে আরেকজন লিখেছেন—‘শালা বাটপার। শাকিব ভাইয়ের সাথেও প্রতারণা করেছে। আমার জানা মতে সবার সাথেই প্রতারণা করেছে। আমার মতে মামলা করা উচিত।’

শুধু দর্শকই নয়, এমন আচরণে বিষয়টি নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন চিত্রনায়ক শাকিব খান ও মাহিয়া মাহি। তবে সিনেমাটির পরিচালক অনন্য মামুন ব্যবসায়ী পলিসি বলে বিষয়টি এড়িয়ে গেছেন। তার ভাষায়—আমরা প্রতারণা করিনি। অর্ধেক সিনেমা দেখানো বিজনেস পলিসি।

দীর্ঘ সাত বছর পর ‘নবাব এলএলবি’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন শাকিব-মাহি। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন পরিচালক অনন্য মামুন। এটি প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রোডাকশন।

এ জাতীয় আরও খবর

বিজয়নগরে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার, তৈরির সরঞ্জামসহ ৩ জন গ্রেফতার

বিপৎসীমার ওপরে সুরমা, বাড়ছে কুশিয়ারার পানি

গরমে যেসব খাবারে অতিরিক্ত ঘাম হয়

গাজায় ‘জয়ী’ হতে না পেরে অন্যত্র দৃষ্টি ইসরায়েলের

বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টার উড়িয়ে কনের বাড়িতে বর

‘রোহিঙ্গা গণহত্যা মামলা প‌রিচালনার তহ‌বি‌ল অপর্যাপ্ত’

জিম্বাবুয়েকে হারিয়ে যা বললেন শান্ত

তীব্র তাপপ্রবাহে ঝুঁকিতে বোরো উৎপাদন, চিটা হওয়ার শঙ্কা

দীর্ঘদিন কৃষকের ঘরেই সংরক্ষণ করা যাবে পেঁয়াজ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে

মার্চে ৮০ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ, কিন্তু কেন

প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু