শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কার হাতে উঠছে ফিফা বর্ষসেরার পুরস্কার?

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদো নাকি রবার্তো লেভানদোভস্কি? কে হচ্ছেন ফিফার এবারের বর্ষসেরা ফুটবলার? আপাতদৃষ্টিতে তিন তারকার লড়াইয়ে এগিয়ে আছেন ছন্দে থাকা বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার লেভানদোভস্কি। তবে এর উত্তর জানা যাবে আজ বৃহস্পতিবার রাতেই।

আজ ঘোষণা করা হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদার পুরস্কার ফিফা ‘দ্য বেস্ট অ্যাওয়ার্ড’। করোনাভাইরাসের কারণে সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তর থেকে অনলাইনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেওয়া হবে এই পুরস্কার।

মোট সাতটি ক্যাটাগরিতে সেরাদের হাতে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের মধ্যে সবচেয়ে আকর্ষণ থাকে পুরুষ বিভাগের বিশ্বসেরা ফুটবলার কে হবেন, সেটা নিয়ে। এবার সেই ক্যাটাগরিতে আছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও রবার্তো লেভানদোভস্কি।

🤔 Who will be #TheBest?

💻📱 Follow tomorrow’s #FIFAFootballAwards as the ceremony unfolds via our live coverage

👉 https://t.co/DOGsTm4AeY pic.twitter.com/Gx1H80kFyF— FIFA.com (@FIFAcom) December 17, 2020

ধারণা করা হচ্ছে বায়ার্ন মিউনিখ তারকা লেভার হাতেই এবার উঠতে পারে সেরার স্বীকৃতি। ২০২০ সালে চোখ ধাঁধানো একটি মৌসুম কাটিয়েছেন লেভানদোভস্কি। বায়ার্নের হয়ে লিগ, চ্যাম্পিয়নস লিগ, জার্মান কাপসহ ট্রেবল জিতেছেন তিনি। নিজে করেছেন মৌসুমের সর্বাধিক গোল। গত মৌসুমে নিজেদের লিগে করেছিলেন ৩১ ম্যাচে ৩৪ গোল, চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন ১৫টি। সব মিলিয়ে পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন পোলিশ স্ট্রাইকার।

সে তুলনায় মেসি ২০২০ মৌসুমে তেমন কিছু জিততে পারেননি। শুরুতে বার্সা বাদ পড়ে কোপা দেল রে থেকে। এরপর লা লিগা থেকে ছিটকে যায়। শেষ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্নের কাছে আট গোল খেয়ে বিদায় নেয় বার্সা। তবে লা লিগায় টানা সপ্তম বার টপ স্কোরার হয়েছেন মেসি। করেছেন ক্যারিয়ারের ৭০০তম গোল। অন্যদিকে রোনালদো জুভেন্টাসের হয়ে জিতেছেন সিরি আ শিরোপা। ক্লাবের টানা নবম লিগ জয়ে দলের পক্ষে সর্বাধিক ৩১ গোল করেন তিনি। এ ছাড়া ইউরোপের প্রথম ফুটবলার হিসেবে পৌঁছেছেন ১০০ আন্তর্জাতিক গোলে।

সম্ভাব্য সেরা কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন চ্যাম্পিয়নস লিগ জয়ী বায়ার্নের হ্যান্স ফ্লিক। দেওয়া হবে বর্ষসেরা গোলের স্বীকৃতি। যে পুরস্কারটি ফিফা ‘পুসকাস অ্যাওয়ার্ড’ নামে পরিচিত।

মনোনীতদের তালিকা :

বর্ষসেরা ফুটবলার

রবার্তো লেভানদোভস্কি (বায়ার্ন/পোল্যান্ড), লিওনেল মেসি (বার্সেলোনা/ আর্জেন্টিনা), ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস/পর্তুগাল)।

বর্ষসেরা গোলকিপার

অ্যালিসন বেকার (লিভারপুল/ ব্রাজিল), মানুয়েল নয়্যার (বায়ার্ন/ জার্মানি), ইয়ান অবলাক (আতলেতিকো/ স্লোভেনিয়া)।

বর্ষসেরা কোচ

হান্সি ফ্লিক (বায়ার্ন/ জার্মানি), ইয়ুর্গেন ক্লপ (লিভারপুল/ জার্মানি), মার্সেলো বিয়েলসা (লিডস/ আর্জেন্টিনা)।

পুসকাস (বছরের সেরা গোল)

জর্জিয়ান দে আরাসকেতা (ফ্ল্যামেঙ্গো/ উরুগুয়ে), সন হিউং মিন (টটেনহাম/ দক্ষিণ কোরিয়া), লুইস সুয়ারেজ (বার্সেলোনা/ আতলেতিকো/ উরুগুয়ে)।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩