রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পিক্সেল-নিউস্পেস ইন্ডিয়ার চুক্তি, স্যাটেলাইট লঞ্চ ২০২১ সালে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বেসরকারি স্যাটেলাইট কোম্পানি পিক্সেলের সঙ্গে একটি লঞ্চ চুক্তি করেছে নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (আইএসআরও) বাণিজ্যিক প্রোগ্রাম নিউস্পেস ইন্ডিয়া। শুক্রবার আইএসআরও এ তথ্য জানিয়েছে।

এর মাধ্যমে নিউস্পেস ইন্ডিয়া প্রথমবারের মতো নিজেদের স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে। আগামী বছরের প্রথমদিকে আইএসআরও’র স্যাটেলাইটটি উৎক্ষেপণ করবে পিক্সেল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এমএসএন নিউজের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার এ দুই সংস্থার মধ্যে একটি চুক্তি হয়েছে। আইএসআরও’র প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণে এ চুক্তি।

বেঙ্গালুরু ভিত্তিক পিক্সেলের মতে, পুরোপুরি নতুন ধরনের ডেটাসেট সরবরাহের জন্য ছোট স্যাটেলাইটটি বানানো হচ্ছে। এটি পৃথিবীর নক্ষত্রমণ্ডলের ইমেজিং করতে পারবে। যা আজকের স্যাটেলাইটগুলোর পক্ষে সম্ভব নয়। সূত্র : সমকাল