রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিফলে গেলো মুশফিকের সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক : খুব যে বড় লক্ষ্য ছিল তা নয়। তবে আগের দুই ম্যাচ বিবেচনায় নিলে তামিম একাদশের ছুড়ে দেওয়া ২২২ রানের লক্ষ্যটা চ্যালেঞ্জিংই ছিল। যা তাড়া করতে নেমে নাজমুল একাদশের পক্ষে সেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম। তবে তার সেঞ্চুরিও যথেষ্ট হয়নি। ৪২ রানে হেরেছে মুশফিক-নাজমুলদের দল।

বৃহস্পতিবার বিসিবি প্রেসিডেন্টস কাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল তামিম একাদশ ও নাজমুল একাদশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে তামিম একাদশ। অন্যদের ব্যর্থতার মাঝে মেহেদীর শেষের ঝোড়ো ব্যাটিংয়ে ৯ উইকেটে ২২১ রানের পুঁজি গড়ে তামিম একাদশ। জবাব দিতে নেমে ৪৫.৪ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় নাজমুল একাদশ।

মুশফিক একাই করেছেন ১০৩ রান। চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। ফিরেছেন তামিম একাদশের নবম শিকার হয়ে। তার আগে ১০৯ বলে ৯ চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। দলটির পক্ষে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আর মাত্র দুজন। ইরফান শুক্কুর (২৪) ও আফিফ হোসেন (১৫)। অন্য আটজনের সম্মিলিত স্কোর মাত্র ২৮।

শুরুতে মোস্তাফিজুর রহমান ও সাইফউদ্দিনের তোপের পর সেই মিছিলে অংশ নেন শরিফুল ইসলাম। এই তিন পেসারেই ভেঙে পড়ে নাজমুল একাদশের ব্যাটিং মেরুদণ্ড।

শরিফুল সর্বাধিক ৪ উইকেট নেন। মোস্তাফিজুর ৩টি ও সাইফউদ্দিন নিয়েছেন ২ উইকেট।

এর আগে বাজিমাত করেন তামিম একাদশের মেহেদী হাসান। নয় নম্বরে নেমে ঝোড়ো ব্যাটিংয়ে করেছেন ৮২ রান। সেটিও মাত্র ৫৭ বলে। ১২৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলা দলকে এনে দেন লড়াই করার মতো পুঁজি। ৯ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংস সাজান মেহেদী। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

নবম উইকেটে মেহেদীকে দারুণ সাপোর্ট দেওয়া তাইজুল দশে নেমে ২০ রানে অপরাজিত ছিলেন। এ ছাড়া তামিম ইকবাল ৩৩ ও শাহাদাত হোসেন ৩১ রান করেন।

নাজমুল একাদশের পক্ষে আল-আমি সর্বাধিক ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন অফ স্পিনার নাঈম হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেন।

এই ম্যাচের মধ্য দিয়ে সব দলই দুটি করে ম্যাচ খেলে ফেলল। সবাই একটি করে ম্যাচ জিতেছে, হেরেছে একটি করে। ফলে সবারই পয়েন্ট সমান। তবে নেট রান রেটে শীর্ষে মাহমুদউল্লাহ একাদশ। নাজমুল একাদশ দুই ও তামিম একাদশ আছে তিন নম্বরে।

শনিবার নাজমুল একাদশের বিপক্ষে খেলবে মাহমুদউল্লাহ একাদশ।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩