রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহামারীর মধ্যেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে চলেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারীর মধ্যেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে চলেছে। বৃহস্পতিবার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলার (৪ হাজার কোটি ডলার) ছাড়িয়ে গেছে, যা দেশের ইতিহাসে প্রথম।

বাংলাদেশ ব্যাংকের এক উচ্চপদস্থ জানান, দিন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ দশমিক ১০ বিলিয়ন ডলারে।

তিনি জানান, গত বছর একই সময়ে রিজার্ভ ছিল ৩২ দশমিক শূণ্য পাঁচ বিলিয়ন ডলার। আর গেল জুনে তা ছিল ৩৬ দশমিক শূণ্য তিন বিলিয়ন ডলার। এরপর থেকেই দফায় দফায় রিজার্ভ বিলিয়নের অংক অতিক্রম করছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, আমদানি কম আর রপ্তানি বিশেষ করে রেমিট্যান্স বাড়ার কারণে রিজার্ভ বাড়ছে। গত সেপ্টেম্বর মাসেই রিজার্ভ ২ বিলিয়ন ডলারের ওপরে এসেছে যা গত বছর একই মাসের তুলনায় ৪৫ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স ৪৯ শতাংশ বেশি এসেছে।