সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধোনি জেতাতে পারলেন না চেন্নাইকে

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে যেন আরেকবার আইপিএলে নিজেদের আধিপত্যের জানান দিয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু এরপরের দুই ম্যাচেই দেখা গেল অন্য ছবি। রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে বড় রান তাড়া করতে গিয়ে বলতে গেলে কোনো রকম চেষ্টা ছাড়াই হেরেছে মহেন্দ্র সিং ধোনির দল।

কিন্তু ধোনি চেন্নাইয়ের অধিনায়ক বলেই যেকোনো সময় দলটা ঘুরে দাঁড়াবে—এমন আশা ছিল দলটির সমর্থকদের। আইপিএলের গত ১২ বছরে বারবার যা করে দেখিয়েছে চেন্নাই। কিন্তু ৭ দিন বিশ্রামের পর আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমে আবারও সেই ছবি। এবার প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদের ১৬৪ রান তাড়া করতে গিয়ে ১৫৭ রানেই থেমে গেছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

আগে ব্যাট করে হায়দরাবাদকে লড়াই করার মতো স্কোর এনে দেন তরুণ প্রিয়ম গর্গ। ইনিংসের ১১ ওভারের মধ্যেই হায়দরাবাদ তিন ব্যাটিং স্তম্ভ ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো ও কেন উইলিয়ামসন আউট হন। দলের রান তখন ৬৯। সেখান থেকে দুই তরুণ ভারতীয় প্রিয়ম গর্গ ও অভিষেক শর্মা মিলে জুটি গড়েন ৭৭ রানের।

ম্যাচটা ঘুরে যায় এই এক জুটিতেই। অভিষেক ৩১ রান করে আউট হলেও প্রিয়মের ব্যাট থেকে আসে ২৬ বলে ৬টি চার ও ১টি চারে সাজানো অপরাজিত ৫১ রান। এক জুটিতেই চেন্নাইয়ের লক্ষ্য দাঁড়ায় ১৬৫ রান।

তাড়া করতে নেমে চেন্নাইয়ের শুরুটাও হয় ঠিক হায়দরাবাদের মতো। ৯ ওভারে ৪২ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে চেন্নাই। মাঝের ওভারেই ক্রিজে নামতে হয় রবীন্দ্র জাদেজা ও এমএস ধোনিকে। প্রিয়ম-অভিষেকের মতো ম্যাচ জেতানো জুটি গড়তে পারেননি জাদেজা-ধোনিরা। জাদেজা ৩৫ বলে ৫০ রান করে আউট হন।

ধোনি শুরুতে বল খরচা করে বিপদে পড়েন শেষে এসে। তাঁর ৩৬ বলে ৪৭ রানের ইনিংসটা শেষ পর্যন্ত জেতাতে পারেনি চেন্নাইকে। ৭ রানে শেষ ওভারে গড়ানো ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ। অথচ এমন সব ম্যাচে সেরা সময়ের ধোনি বলে-কয়ে জিতিয়ে আসতেন। কে জানে, হয়তো বয়সের কাছে অবশেষে হার মানতে হচ্ছে আধুনিক ক্রিকেটের এই কিংবদন্তির!

এ জাতীয় আরও খবর

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে

হাওরের ৯৭ শতাংশ বোরো ধান কাটা শেষ

প্রশমিত হবে তাপপ্রবাহ, ঝরবে বৃষ্টি

দুই দিনে সোনার দাম বাড়ল ১৭৮৫ টাকা

সারা দেশে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তবে যেকোনো সময় জ্বলে উঠতে পারে

৬৪ শতাংশ মানুষের বাজেট নিয়ে কোনো প্রত্যাশা নেই: সিপিডি

আমদানি বন্ধে দাম বেড়েছিল হু হু করে, চালুর খবরে কমেছে সামান্য

আরএসএফ’র র‍্যাংকিং পদ্ধতির ভুল আবারও তুলে ধরবো: তথ্য প্রতিমন্ত্রী