মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

উন্নতি হচ্ছে ইউএনও ওয়াহিদার, বাবার হাত-পা অবশ

news-image

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থান উন্নতি হচ্ছে। তবে তাঁর বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের (৭০) হাত- পা অবশ হয়ে গেছে। রোববার ওমর আলীকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে আনা হয়েছে। এত দিন তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ইউএনওর বাবার শারীরিক অবস্থা নিয়ে ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলম গতকাল রাতে বলেন, ‘ওমর আলীর শারীরিক অবস্থা ভালো নয়। তাঁর চার হাত-পা অবশ হয়ে আছে। এ ছাড়া তাঁর স্পাইনাল কর্ডেও আঘাত রয়েছে।’

হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের নিউরো ট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক আবদুস সালামকে প্রধান করে ওমর আলীর চিকিৎসায় ১২ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ সোমবার মেডিকেল বোর্ড বসে তাঁর চিকিৎসা নিয়ে বৈঠক করবে। ওমর আলী এখন অধ্যাপক আবদুস সালামের অধীন চিকিৎসাধীন।

ইউএনও ওয়াহিদা খানমের অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তিনি হাসপাতালের হাইডিপেডেন্সি ইউনিটে (এইচডিইউ) নিউরো ট্রমা সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক মো. জাহেদ হোসেনের অধীন। তাঁর অবস্থা সম্পর্কে হাসপাতালের যুগ্ম পরিচালক বদরুল আলম জানান, ওয়াহিদার শরীরের ডান দিকটা অবশ হলেও এখন তিনি ডান হাত নাড়াচাড়া করতে পারছেন। তবে তাঁর ডান পা অবশ হয়ে আছে। ফিজিওথেরাপিতে তাঁর ডান পা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

২ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরের ইউএনওর সরকারি বাসভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা ও তাঁর বাবাকে হাতুড়ি দিয়ে আঘাত করে। হামলার পরদিন ইউএনও ওয়াহিদাকে ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে এনে অস্ত্রোপচার করা হয়। ৭০ বছর বয়সী ওমর আলী ডায়াবেটিসের রোগী। হামলায় তিনি ঘাড়ে আঘাত পান।

ইউএনও ওয়াহিদা ও তাঁর বাবার ওপর হামলার প্রতিবাদ এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে রোববার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে মানববন্ধন করেন শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি বাসভবনে যখন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা নিরাপদ নন, তখন সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা নিরাপদ এ কথা বলা যায় না। মানববন্ধনে অংশ নেন বোর্ডের সহাকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম চৌধুরী, সেকশন অফিসার সৈয়দা সানজিদা তাবাসসুমসহ কর্মচারী ইউনিয়নের নেতারা।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে গর্তে মিলল দুই শিশুসহ তিনজনের মরদেহ

দ্বিতীয় ধাপে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে : সিইসি

আজিজের ওপর নিষেধাজ্ঞা ভিসানীতির অধীনে নয় : পররাষ্ট্রমন্ত্রী

মাঝ আকাশেই সিঙ্গাপুরগামী বিমানে প্রবল ঝাঁকুনি, নিহত ১

উপজেলা নির্বাচনেও জনগণের সায় নেই : মির্জা ফখরুল

রাইসির জানাজায় লাখো মানুষের ঢল

দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

১৮২ কোটি ৪০ লাখ টাকার সয়াবিন তেল কিনবে সরকার

বুধবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি

রাইসির স্মরণে নিরাপত্তা পরিষদে এক মিনিট নীরবতা, ক্ষুব্ধ ইসরায়েল

ওপেনিংয়ে লিটন নাকি সৌম্য, যুক্তরাষ্ট্রের একাদশে কারা

নাশকতার মামলায় জামায়াত নেতা আজহারের কারাদণ্ড