রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনে জিতবে না, এই আশঙ্কায় সরে দাঁড়াচ্ছে বিএনপি

news-image

স্বাধীনতার পর সবচেয়ে খারাপ সময় পার করছে বাংলাদেশ, একই সাথে পাখির মত মানুষকে গুলি করে মারা হচ্ছে এবং বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতেই সকল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে জিতবে না, এ আশঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিএনপি নিজেরা এই অজুহাত তৈরি করছে।

রাজধানীর মাতুয়াইলে ফিটনেসবিহীন যানবাহন মেরামতের কারখায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

একজন শীর্ষ সন্ত্রাসীকে ছেড়ে বিদেশে পাঠিয়ে দেয়া হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন এ বিষয়ে আমার জানা ছিল না। আমি পেপারে পত্রিকা পড়ে জেনেছি, তবে ভালোভাবে জেনে শুনে বলতে হবে। তবে এ বিষয়ে বিএনপির কোন কথা বলার অধিকার নেই, বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল।

ঈদকে সামনে রেখে জনদুভোর্গ কমাতে হবে উল্লেখ করে বলেন, ঈদকে সামনে রেখে রাজধানীতে সব ধরনের খোরাখুরি বন্ধ করতে হবে। এই খোরাখুরিতে সাধারণ জনগণের দুর্ভোগ ও নাবিশ্বাস কষ্ট হয়।

ঈদকে সামনে রেখে লক্কর ঝক্কর ফিটনেসবিহীন গাড়ি রং করে রাস্তায় নামানো হয় আর এতে জনগণ দুর্ভোগ বাড়ে আর দুর্ঘটনার শিকার হয়।

এগুলো দেখার দায়িত্ব ছিল বিআরটিএ’র। তারা এ ব্যাপারে কেন নাকে তেল দিয়ে ঘুমিয়েছে? এটা তো বিপদজনক একটা বিষয়। ঈদের সময় কোটি মানুষ ঢাকা থেকে ঢাকার বাইরে যাবে। এ সময় ফিটনেসবিহীন গাড়িগুলো রংচং চড়িয়ে রাস্তায় নামানো হয়। বিআরটিএ তাদের কার্যক্রম পরিচালনা করলে চেয়ারম্যানকে আসতে হতো না।

ওবায়দুল কাদের বলেন, ‘এ ধরণের অবৈধ কাজ কারবার আজকে পুলিশের নাকের ডগায় হচ্ছে। পুলিশের যারা এখানে আছেন তারাও এগুলো নিয়ে আমাকে জানান নি। সাংবাদিকের কাছ থেকে জানকে পারছি। বিআরটিএ ও পুলিশ উভয়ের এ নিয়ে দায় দায়িত্ব আছে।

দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে কারখানায় সিলগালা করার নির্দেশ দিয়ে কাদের বলেন, ‘আমি বিআরটিএকে বলবো এখন তাদের প্রধান কাজ হলো ফিটনেসবিহীন গাড়িগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে। এখানে অপরাধ অনুযায়ী শাস্তির ব্যবস্থা নিতে হবে। ফিটনেসবিহীন গাড়ী যাতে রাস্তায় না আসে এর জন্য উৎস মূখ বন্ধ করতে হবে।

ফিটনেসবিহীন গাড়ির সঙ্গে সংশ্লিষ্টদের উল্টো দিকে গাড়ি চালানো বন্ধেরও নির্দেশ দেন তিনি। এ প্রসঙ্গে বলেন, ‘প্রভাবশালী ব্যক্তিদের খুশি করার জন্য তাদের যেন রং সাইডে যেতে উৎসাহিত না করা হয়। দশজন ভিআইপিকে খুশি করতে গিয়ে লক্ষ লোকদের কষ্ট দেওয়া চলবে না।
পরে তিনি সিটি কর্পোরেশনকে ভাঙা রাস্তা দ্রুত মেরামত করার জন্য আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩