বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি মাছ খায় না, মাছের ঝোল খায় : মতিয়া চৌধুরী

news-image

বিএনপি পৌরসভা নির্বাচনে আসলেও জাতীয় নির্বাচন করতে চায় না অভিযোগ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘বিএনপি মাছ খায় না মাছের ঝোল খায়।’

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ মুক্তমঞ্চে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন কৃষিমন্ত্রী।

মতিয়া চৌধুরী বলেন, ‘বিএনপি ইলেকশন করে না। মাছ খায় না, মাছের ঝোল খায়। জাতীয় নির্বাচন করে না, পৌরসভা ইলেকশন করে। সেখানেও কিন্তু মার্কা থাকে নৌকা আর ধানের শীষ। তখন আর এটা ইলেকশন না। এই যে দ্বি-চারিতা, এটা মানুষ বোঝে।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে উদ্দেশ করে কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা শাস্তি দেইনি, শাস্তি দিয়েছে কোর্ট। বের হতে হলে কোর্টের মাধ্যমেই বের হতে হবে।’

এ সময় খালেদা জিয়াকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘জেলখানার রেস্ট বোধহয় আপনার প্রয়োজন। কেন না আপনি যখন কোর্টে যান দুইজনে ধরে নামায়। কিন্তু আপনি যখন বঙ্গবন্ধু মেডিকেলে আসলেন তখন কারও সাহায্য ছাড়া চমৎকার হেঁটে গেলেন।’

সমাবেশে শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে শেরপুরের পুলিশ সুপার (এসপি) রফিকুল হাসান গণি, নালিতাবাড়ী উপজেলা পরিষদ (ইউপি)চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান, আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন স্কুল-মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মতিয়া চৌধুরী নিজ নামে বরাদ্দকৃত টিআর-কাবিটার অর্থায়নে উপজেলার ৭৫টি সরকারি প্রাথমিক, ২৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং ৩২টি মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ১৬১টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮৪০ জোড়া লোহার বেঞ্চ ও বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে পাঁচটি ডেলিভারি বেড বিতরণ করেন।

এ ছাড়াও নকলা উপজেলা পরিষদ মুক্তমঞ্চে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে লোহার বেঞ্চ ও কমিউনিটি ক্লিনিকে ডেলিভারি বেড প্রদান করেন কৃষিমন্ত্রী।-দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর