রবিবার, ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পের অস্ত্র বিষয়ক মন্তব্য লজ্জাজনক: ফরাসি রাজনীতিবিদ

news-image

২০১৫ সালে যদি সাধারণ জনগনের হাতে অস্ত্র তুলে দেয়া যেত তবে ফ্রান্সে হামলা ঠোকানো যেত। শুক্রবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে ন্যাশনাল রাইফেল এসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের পর সমালোচনায় শুরু হয় পুরো ফ্রান্স জুড়ে। সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনীতিবিদ সবাই ক্ষোভে ফেটে পড়েন।

এ প্রসঙ্গে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সিস হোল্যান্ডে বলেন, ট্রাম্পের এ ধরণের লজ্জাজনক মন্তব্যই বলে দেয় ফ্রান্স সম্পর্কে তার কি ধরণের ধারণা। দেশটির বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দু:খজনক এ হামলার আহত এবং নিহত ব্যক্তিদের বিষয়টি সবসময়ই অত্যন্ত সম্মানের সাথে দেখা হয়। এধরণের বিষয় নিয়ে ট্রাম্পের মন্তব্যতে পুরো দেশ অসর্মথন প্রকাশ করেছে।

২০১৫ সালের ১৩নভেম্বর ফ্রান্সের প্যারিসে বিধ্বংসী হামলা হয়। এরফলে প্রচুর নিরপরাধ আহত ও নিহত হয়। যদিও হামলাটির পরই এর দায় স্বীকার করে নেয় ইসলামি বিদ্রোহী গোষ্ঠী আইএসএস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্যারিসে প্রথমবারের মত এধরণের হামলা হয়। বিবিসি, সিএনএন