বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্র জীবনের স্মৃতিচারণ করলেন বাণিজ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : শুক্রবার সকালে উদযাপিত হয়েছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী বোরহানউদ্দিন সরকারি (প্রস্তাবিত) মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি জাতীয় পতাকা উত্তোলন করে, বেলুন ও পায়রা উড়িয়ে দুই দিনব্যাপী এ উৎসব উদ্বোধন করেন।
শতবর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠানে ছাত্র জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বোরহানউদ্দিন সরকারি (প্রস্তাবিত) মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “ছাত্র জীবনের স্মৃতি অনেক গভীর। আমি বিভিন্ন সময় আমার অনেক লেখার মধ্যেও ছাত্র জীবনের সেই স্মৃতির কথা উল্লেখ করেছি। ” মন্ত্রী বলেন, “১৯৫৬ সালে আমি যখন বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হই, তখন এ স্কুলে কোনও হোস্টেল ছিল না। আমি ছিলাম সাধারণ মধ্যবিত্ত ঘরের সন্তান। তাই আমি তখন কয়েকটি বাড়িতে থেকে অনেক কষ্ট করে পড়ালেখা করেছি। ভালো পড়ালেখা করার কারণে আজ এগিয়ে গেছি।

তোফায়েল বলেন, “বোরহানউদ্দিন উপজেলা একটি ঐতিহ্যবাহী এলাকা। আমার বয়স যখন ১৩ বছর আমি তখন এ স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিলাম।

আমি ক্লাসে সব সময় প্রথম হতাম। তাই আমার শিক্ষক আব্দুল মন্নান স্যার আমাকে খুব ভালোবাসতেন। ছাত্র-শিক্ষকের সম্পর্ক ছিল গভীর। তখন স্যার বললেন, তুমি ভালো ছাত্র। তুমি ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হও। স্যারের কথামতো আমি ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পরীক্ষা দেই। তখন ১০০ ছাত্রের মধ্যে ভর্তি পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করি। ওই সময় স্কুলে মাত্র চারটি আসন খালি ছিল। ”
বাণিজ্যমন্ত্রী বলেন, “স্কুলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করেছি। ক্লাশে-খেলাধুলায় আমি ছিলাম ক্যাপ্টেন। সেই স্কুল থেকেই এসএসসি পাস করে বরিশাল বিএম বিশ্ববিদ্যালয় কলেজে পড়ালেখা করি। ছাত্র অবস্থায় বরিশালে যখন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসেছিলেন, তখন তার বক্তব্য শুনি। বঙ্গবন্ধুর বক্তব্য শোনার পর থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যদি কখনও রাজনীতি করি তাহলে বঙ্গবন্ধুর নেতৃত্বেই রাজনীতি করবো। পরবর্তীতে তার নেতৃত্বেই রাজনীতি করেছি। মাত্র ২৭ বছর বয়সে আমাকে তিনি এমএলএ করেছিলেন। ”

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, “রাজনীতি করতে গিয়ে আমার স্ত্রীর অনেক অবদান ছিল। আমার মা-বাবা ছিল আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। ” ছাত্র জীবনের স্মৃতি অনেক মধুর উল্লেখ করে তিনি বলেন, “পড়ালেখা করতে গিয়ে আমি প্রায় ১৪ বছর হোস্টেলে ছিলাম। বিএসসি পরীক্ষা দিয়ে আমি এ স্কুলেই বিনা বেতনে শিক্ষকতা করেছি। বোরহানউদ্দিনের সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম রেজা-এ-করিম চৌধুরী চুন্নু মিয়াও আমার শিক্ষক ছিলেন। তাকেও আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। ”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদদূসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মন্নান, প্রাক্তন ছাত্র ওমর শরিফ প্রমুখ। অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আ.ন.ম আব্দুল্লাহ।

১৯১৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের ১৯৪৮ সাল থেকে ২০১৭ সালের ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ প্রায় এক হাজার ডেলিকেট নিবন্ধন করেছেন। শতবর্ষ অনুষ্ঠানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দিন শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। সন্ধ্যায় আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল শনিবার সমাপনী দিনেও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপশি সাংস্কৃতিক অনুষ্ঠানে কনসার্টেরও আয়োজন করা হয়েছে। সেখানে বিশিষ্ট শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিকেলে ভোলা শহরের বাংলাস্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “ভোলায় পর্যাপ্ত পরিমাণ গ্যাস রয়েছে। এ গ্যাস দিয়ে ভোলায় বিভিন্ন শিল্প, কল-কারখানা স্থাপন করা হবে। বেকার শিক্ষিত তরুণ সমাজ চাকরি পাবে। ভোলা হবে তখন দেশের সর্বশ্রেষ্ঠ শিল্পন্নত ও উন্নত জেলা।

এ জাতীয় আরও খবর