বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা পরিদর্শনে বাংলাদেশ সফরে আসছেন ইইউ মন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাংলাদেশ সফরে আসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী ক্রিস্টাস স্টাইলিয়ানাইডস। আগামী ৩০ অক্টোবর বাংলাদেশে সফরে আসবেন তিনি।

এক টুইট বার্তায় ক্রিস্টাস স্টাইলিয়ানাইডস বলেছেন, কিছু মাস আগে আমি মিয়ানমারে গিয়েছিলাম। সেখানে আমার উপলব্ধি হয়েছে রোহিঙ্গারা আরও পাওয়ার অধিকার রাখে। তারা এ বিশ্বে কোনো মানুষের থেকে কম পেতে পারে না। তারা মৌলিক অধিকার পাওয়া যোগ্য। তারা একটি সুনির্দিষ্ট ও সমৃদ্ধ ভবিষ্যৎ পাওয়ার অধিকার রাখে।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে সংকটময় মুহূর্ত পার করছে তা অস্বীকার করলে চলবে না। এ প্রচেষ্টা আন্তর্জাতিক আইন ও প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে হবে। রোহিঙ্গা সমস্যা নিরসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার আলোচনাকে আমি স্বাগত জানাই।

এ সময়ে তিনি রোহিঙ্গাদের জন্য আরও ৩ কোটি ইউরো সহযোগিতার ঘোষণা দেন।

এ ব্যাপারে ঢাকাস্থ ইইউ দূতাবাস জানান, সোমবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সফরে এসে পরদিন মঙ্গলবার (৩১ অক্টোবর) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন ক্রিস্টাস স্টাইলিয়ানাইডস। পরে ইউরোপীয় ইউনিয়নের রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরবেন।

প্রসঙ্গত, চলতি বছরে অতিরিক্ত ৩ কোটিসহ মোট ৫ কোটি ১০ লাখ ইউরো ডলারের সহযোগিতা দিয়েছে ইইউ।