রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইভী-শামীমসহ স্থানীয় পাঁচ নেতাকে ঢাকায় জরুরি তলব

shamim_osman_selina-aiviনিউজ ডেস্ক : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ-৪ আসনে দলীয় এমপি একেএম শামীম ওসমানসহ স্থানীয় পাঁচ নেতাকে জরুরি ভিত্তিতে রাজধানী ঢাকায় তলব করা হয়েছে। তাদের সঙ্গে আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠক করবেন।

রোববার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের অনানুষ্ঠানিক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সভায় সভাপতিত্ব করেন।

বৈঠকে বলা হয়েছে, মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী ও সোমবার সন্ধ্যা ৭টায় ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জের আলোচিত পাঁচ নেতার সঙ্গে বৈঠক করা হবে। আইভী ও শামীম ওসমান ছাড়া অন্য তিন নেতা হলেন-দলের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি আনোয়ার হোসেন, বন্দর সভাপতি আবদুর রশিদ এবং সিদ্ধিরগঞ্জ সভাপতি মজিবর রহমান।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বর্ধিতসভায় নাসিক নির্বাচনে মেয়রপদে এই তিন নেতার নাম সুপারিশ করা হয়েছিল। তবে কেন্দ্রীয়ভাবে ডা. সেলিনা হায়াৎ আইভীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জ আওয়ামী লীগে দ্বন্দ্ব-বিবাদ দেখা দিয়েছে।

তবে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন, দলীয় একতা, সংহতি ও শক্তির বিষয়গুলো নারায়ণগঞ্জের নির্বাচনে সম্মিলিতভাবে প্রয়োগ করা হবে। নারায়ণগঞ্জে দলে কোনো বিভেদ নেই।

সভায় অন্যদের মধ্যে সুরঞ্জিত সেনগুপ্ত, অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ, রশিদুল আলম, ড. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অ.) ফারুক খান, মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, ড. আবদুস সোবহান গোলাপ, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৪ নভেম্বর। বাছাই ২৬-২৭ নভেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ৪ ডিসেম্বর।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩