শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধারালো হয়ে উঠবে বাংলাদেশের টেস্ট বোলিং

Bangladesh-স্পোর্টস ডেস্ক: কোর্টনি ওয়ালশ আপাদমস্তক একজন টেস্ট ক্রিকেটার। ওয়ানডে আমলের বোলার হলেও টেস্টই যে ছিল ওয়ালশের ধ্যান-জ্ঞান। তার ক্যারিয়ার দেখলেই সেটা বোঝা যায় বেশ। এ কারণেই মাশরাফি বিন মর্তুজা মনে করছেন, ‘কোর্টনি ওয়ালসের হাত ধরে বাংলাদেশের টেস্ট বোলিংটা আরও ধারালো হয়ে উঠবে।’

১৯৮৪ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক কোর্টনি ওয়ালশের। ক্রিকেটে তখন চলছিল ক্যারিবীয়দের আধিপত্য। সেই আধিপত্যের সোনালি প্রজন্ম ছিলেন ওয়ালশ-অ্যামব্রোসরা। ১৯৮৪ থেকে ২০০১- টানা ১৭ বছর ক্রিকেট খেলেছেন। নামের পাশে শোভা পাচ্ছে ১৩২টা টেস্ট। ৫১৯ উইকেট। ওয়ানডে ২০৫টি। উইকেট ২২৭। তার নাম শুনলে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের রাতের ঘুম হারাম হয়ে যেতো।

মাশরাফিও ওয়ালশের দীর্ঘ ক্যারিয়ার দেখে অবাক এবং বিস্মিত। সাংবাদিকদের তিনি বলেন, ‘১৩২টা টেস্ট খেলেছেন। আমার জানামতে এত টেস্ট খুব কম ফাস্ট বোলারই খেলেছেন। দীর্ঘদিন ফাস্ট বোলিং করে যাওয়া এবং তার এতগুলো ম্যাচ খেলাই- বলে দেয় তিনি টেস্টকে কতটা ভালোবাসতেন। শুধু তাই নয়, এত দীর্ঘ সময় ফাস্ট বোলিংই প্রমাণ করে- তার ফিজিক্যাল ফিটনেস ছিল কতটা ভালো এবং তিনি টেস্ট খেলায় ছিলেন অন্তঃপ্রাণ।’

মাশরাফির মতে, অসাধারণ ফিজিক্যাল ফিটনেস এবং টেস্ট খেলার প্রতি দুর্নিবার আকর্ষণ থাকার কারণেই এতদিন টেস্ট খেলতে পেরেছেন ওয়ালশ এবং খেলেছেন এতগুলো ম্যাচ।

মাশরাফি বলেন, ‘আমার বিশ্বাস, তার কোচিংয়ে বাংলাদেশের ফাস্ট বোলিং অনেক সমৃদ্ধ হবে। আমরা অনেক কিছু শিখতে পারবো। তার কাছ থেকে বোলিংয়ের খুঁটি-নাটি ও সুক্ষ কৌশলগুলো শিখে নিতে পারবো। একই সঙ্গে এটাও শিখতে পারবো যে, তিনি কিভাবে এতদিন টেস্ট ক্যারিয়ারকে লম্বা করতে পেরেছিলেন। কিভাবে ফিটনেস ধরে রাখতে পেরেছিলেন, সে রহস্যও আমাদের জানাবেন।’

তবে, সর্বশেষ মাশরাফির মনে হয়েছে, আপাদমস্তক ওয়ালশ টেস্ট ক্রিকেটার হওয়ার কারণে তার অভিজ্ঞতা বাংলাদেশের টেস্ট ক্রিকেটেই সবচেয়ে বেশি প্রয়োগ হবে এবং টেস্টে আমাদের বোলাররা আরও ভালো করতে পারবেন। মাশরাফি বলেন, ‘সাম্রগ্রিকভাবে আমার মনে হয়, কোর্টনি ওয়ালসের মতো একজন কোচের অধীনে অনেককিছু শেখা হবে আমাদের। একই সঙ্গে আমার মনে হয়, আমাদের টেস্ট বোলিংটা আরো ধারালো হয়ে উঠবে, এতে কোন সন্দেহ নেই।’

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩